খাঁড়ি, নারকেল গাছ, সমুদ্র — এক টুকরো কেরলের স্বাদ পেতে চলুন অন্ধ্রপ্রদেশের ডিন্ডি

ভ্রমণ অনলাইনডেস্ক: বিশাল রাজ্য অন্ধ্রপ্রদেশ। বিশাখাপত্তনম-আরাকু ভ্যালি সার্কিটের বাইরেও পর্যটনের রসদে ভরপুর রাজ্যটা। তবে অনেক জায়গাতেই পর্যটকদের পা পড়ে না। তেমনই অসাধারণ এক অফবিট জায়গার সন্ধান দিচ্ছে ভ্রমণ অনলাইন।

জায়গাটার নাম ডিন্ডি। বঙ্গোপসাগরের খুব কাছে গোদাবরী নদীর তীরে অবস্থিত এই ডিন্ডিতে পৌঁছে গেলে আপনার মনে হবে আপনি যেন কেরলে এসে গিয়েছেন। সারি সারি নারকেল গাছ, সেই নারকেল গাছের বাগান ভেদ করে বেরিয়ে যাচ্ছে একটার পর একটা খাঁড়ি। সেই খাঁড়িতে নৌকাবিহার আপনাকে অন্য রকম অনুভূতি দেবে। শহুরে কোলাহলের বাইরে দু’ দণ্ড মুক্তি পেতে এই জায়গা আদর্শ।

সকালগুলো এখানে শান্ত। পাখির ডাকে আপনার ঘুম ভাঙবে। নদীর পাড়ে স্থানীয় গ্রামবাসীদের নানা রকম কাজকর্ম দেখতে দেখতে আপনি ভেসে বেড়াতে পারেন গোদাবরীর ওপর দিয়ে। স্থানীয়দের সঙ্গে কথা বলতে পারেন। অনুভূতিটা মন্দ হবে না কিন্তু।

এই ডিন্ডিতে রয়েছে সিদ্ধি বিনায়ক মন্দির। এই গণেশ মন্দিরটি বেশ প্রাচীন। এ ছাড়া এখানে রয়েছে জগন্মোহিনী কেশব মন্দির। এ ছাড়া, এই ডিন্ডি থেকে ২১ কিলোমিটার দূরে অবস্থিত অন্তর্বেদী সমুদ্রসৈকত। এই সৈকতের বৈশিষ্ট্য হল গোদাবরীর নদীর সমুদ্রে এসে মেশা খুব ভালো ভাবে প্রত্যক্ষ করা যাবে এখান থেকে। পাশাপাশি কোরিঙ্গা অভয়ারণ্য এবং পেরুরু হেরিটেজ গ্রাম দেখে নিতে পারেন ডিন্ডিতে থেকে।

কী ভাবে যাবেন

ডিন্ডিতে পৌঁছোতে হলে আপনাকে সবার আগে পৌঁছোতে হবে রাজামুন্দ্রী। হাওড়া থেকে হায়দরাবাদ, সেকন্দরাবাদ, বেঙ্গালুরু এবং চেন্নাইগামী একাধিক ট্রেন রাজামুন্দ্রী হয়ে যায়। নিজের সুবিধামতো ট্রেনে টিকিট কেটে নেবেন। এখান থেকে ডিন্ডি ৮০ কিলোমিটার। যেতে লাগবে ঘণ্টা আড়াই মতো।

কোথায় থাকবেন

ডিন্ডিতে থাকার সব থেকে ভালো জায়গাটি হল অন্ধ্রপ্রদেশ পর্যটন উন্নয়ন নিগম পরিচালিত ‘হরিতা কোকোনাট কান্ট্রি রিসর্ট।’ এখানে সাধারণ এসি দ্বিশয্যা ঘরের ভাড়া ২৭৯৯ টাকা, ডিলাক্স ঘরের ভাড়া ৩৫৮৪ টাকা। অনলাইনে বুক করার জন্য লগইন করুন নিগমের ওয়েবসাইটে (www.tourism.ap.gov.in)।

আরও পড়তে পারেন

ভগবানের আপন দেশে ৭ / ঘুরে এলাম টপ স্টেশন

ভগবানের আপন দেশে ৬ / পৌঁছে গেলাম মেঘে ঢাকা মুন্নারে  

ভগবানের আপন দেশে ৫/ সন্ধ্যা কাটল মাত্তানচেরি, ফোর্ট কোচিনে

কালীপুজো-দীপাবলি: দিঘলগ্রামের ভট্টাচার্য পরিবারে পূজিতা হন সিদ্ধেশ্বরী কালী

কালীপুজো-দীপাবলি: পশ্চিম মেদিনীপুরের খেপুত সাবর্ণবাড়ির পুজোর ২২৫ বছর

দীর্ঘ ৬০ বছর পর ভ্রামণিকদের জন্য খুলল ট্রান্স ভুটান ট্রেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *