রবীন্দ্রনাথের স্মৃতির সঙ্গে জড়িয়ে অন্ধ্রপ্রদেশের মদনপল্লে, কেন?

ভ্রমণ অনলাইনডেস্ক: অন্ধ্রপ্রদেশের শহর মদনপল্লে। পর্যটন মানচিত্রে এক্কেবারেই পরিচিত নয় জায়গাটি। যদিও এই শহর থেকে ২৭ কিলোমিটার দূরেই রয়েছে অন্ধ্রের অন্যতম শৈলশহর হর্সলে হিল্‌স। তবে মদনপল্লের গুরুত্ব অন্য জায়গায় আর তার সঙ্গে জড়িয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

মদনপল্লের বেসান্ত থিওজফিক্যাল সোসাইটিতে প্রথম বার গাওয়া হয় ‘জন গণ মন’ গানটি। উল্লেখ্য, ১৯১৯ সালে বেসান্ত থিওজফিক্যাল কলেজের অধ্যক্ষ, তথা আইরিশ কবি ও রবীন্দ্রনাথের বন্ধু জেমস এইচ কাজিন্সের আমন্ত্রণে ওই কলেজের সমাবর্তন অনুষ্ঠানে গিয়েছিলেন কবি। মদনপল্লেতে রবীন্দ্রনাথ এক সপ্তাহ ছিলেন।

ওই সমাবর্তন অনুষ্ঠানে কাজিনসের অনুরোধে কবি সর্বসমক্ষে গানটি গেয়ে শোনান। এ ভাবেই প্রথম বার সবার সামনে গাওয়া হয় গানটি। ভারত-বন্ধু কাজিন্স পরবর্তী কালে এই গানটিকে জাতীয় সংগীত করার সপক্ষে সওয়াল করেন। পরে মদনপল্লেতে বসেই গানটির ইংরেজি অনুবাদ করেন তিনি। তাঁর স্ত্রী মার্গারেট কাজিনস গানটির স্বরলিপি করেছিলেন। অনুবাদের নাম ছিল ‘দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া’।

রবীন্দ্রনাথের কলেজ ভ্রমণ এবং ‘জন গণ মন’-কে স্মৃতিতে ধরে রাখতে বর্তমানে কলেজে একটি স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, ভ্রামণিকরা হর্সলে হিল্‌স থেকে ঘুরে যেতে পারেন মদনপল্লের এই কলেজটি। হর্সলে হিল্‌স সম্পর্কে বিস্তারিত পড়তে হলে ক্লিক করুন এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *