অল্পচেনা হিমাচলে/৭
অটল টানেল পেরিয়ে যেতেই চারদিকের দৃশ্য বেশ পাল্টে গেল। মানালি থেকে খুব বেশি দূর আসিনি, বড়জোর ৩৫ কিমি রাস্তা। কিন্তু উঠে এসেছি অনেকটাই – সাড়ে তিন হাজার ফুটেরও বেশি। ৬৪০০ ফুট উচ্চতার মানালি থেকে ১০ হাজারেরও বেশি সিস্সুতে। এ যেন একটুকরো ইউরোপ। গাছের পাতা সব হলুদ। ইউরোপে গাছের পাতায় হলুদ রঙ ধরে ‘ফল সিজন’-এ। সেপ্টেম্বর-অক্টোবর-নভেম্বর, […]