চলুন সড়কপথে ১: মুম্বই থেকে গোয়া
ভ্রমণ অনলাইন ডেস্ক: সড়কযাত্রার মজাই আলাদা। তার ওপর আমাদের ভারতের মতো বৈচিত্র্যপূর্ণ দেশে সড়কভ্রমণের অন্য আকর্ষণও রয়েছে। এ দেশে এমন অনেক পর্যটককেন্দ্র রয়েছে, যেখানে পৌঁছোতে হয় সড়কপথে। এ ছাড়াও সড়কভ্রমণে গেলে এমন অনেক জায়গা দেখা যায়, যে জায়গায় সাধারণ পর্যটকদের পা পড়ে না। অথচ সেই সব অনাঘ্রাতা জায়গাগুলো এক কথায় অনবদ্য। সেই সব অচেনা, অল্পচেনা […]