করোনাকালে ডুয়ার্স ভ্রমণ ১: ‘হৃদকমল’-এর আশ্রয়ে
সুব্রত গোস্বামী গত আট মাস ধরে করোনার ভয়ে গৃহবন্দি থাকতে থাকতে প্রাণ যেন হাঁসফাঁস করছিল। ছটফট করছিল উচাটন মন, খালি ভাবছিলাম কবে একটু পাহাড়ে যাব। ঠিক সেই সময়েই এল সুপ্রতীমদার হোয়াটসঅ্যাপ মেসেজ… “চলে আসুন আমার ময়নাগুড়ির অতিথিশালায়”। ময়নাগুড়িকে বলা যায় ডুয়ার্সের প্রবেশদ্বার। সুপ্রতীমদার প্রস্তাবটা পেয়ে যেন হাতে চাঁদ পেলাম। আর নয়, ডাক যখন এসেছে, বাইরে …