হয়েই চলেছে তুষারপাত, যান চলাচল বন্ধ হিমাচলের ১৪টি রাস্তায়

ভ্রমণ অনলাইনডেস্ক: লাগাতার পশ্চিমী ঝঞ্ঝার জেরে এই মধ্য-মে’তেও তুষারপাত হয়ে চলেছে হিমাচলের লাহুল, স্পিতি এবং কিন্নর অঞ্চলের উঁচু এলাকাগুলিতে। যার জেরে ১৪টি রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

এই পরিস্থিতির কারণে সাধারণ মানুষ এবং পর্যটকদের সমস্যায় পড়তে হচ্ছে ঠিকই। কিন্তু একই সঙ্গে এই সময়ও ভীষণ সুন্দর দৃশ্য উপভোগ করতে পারছেন পর্যটকরা।

সাম্প্রতিক রিপোর্টে জানা গিয়েছে, দিল্লির পাঁচ পর্যটক স্পিতি উপত্যকায় আটকে গিয়েছিলেন। তাঁদের নিরাপদে উদ্ধার করেছে সেনা। অন্য দিকে, অটল টানেল এবং ধুন্ধির মাঝখানে ৫০০ গাড়ি আটকে ছিল, তাদেরও নিরাপদে উদ্ধার করা হয়েছে।

যে ১৪টি রাস্তায় এখন যান চলাচল বন্ধ, তাদের মধ্যে দুটো জাতীয় সড়কও রয়েছে। এর মধ্যে অটল টানেল থেকে দারচা, দারচা থেকে জাঁসকার, কোসরা থেকে লোসার, এই অঞ্চলগুলি বন্ধ রাখা হয়েছে। এই ১৪টার মধ্যে ৬টি রাস্তা লাহুল স্পিতিতে, ৪টে কুলুতে। বাকি চারটে রাজ্যের অন্য জায়গায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top