কাংড়াকে পর্যটন রাজধানী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা হিমাচল প্রদেশের

ভ্রমণ অনলাইনডেস্ক: পর্যটনশিল্পে নতুন দিগন্ত খুলতে চাইছে হিমাচল প্রদেশ। ঠিক সেই কারণে কাংড়াকে সে রাজ্যের পর্যটন রাজধানী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে তারা। পাশাপাশি রাজ্যের স্বল্প পরিচিত জায়গাগুলিকে পর্যটন-মানচিত্রে নিয়ে আসার জন্য নতুন পর্যটননীতিও আনছে সুখবিন্দর সুখুর নেতৃত্বাধীন সে রাজ্যের সরকার।

সাকোহতে রোলার স্কেটিং রিঙ্ক, পরাগপুরে গলফ কোর্স, মেঞ্ঝাতে উচ্চমানের রিসর্ট, কাংড়ায় নতুন বিমানবন্দর গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে এই নীতির মধ্যে দিয়ে। পাশাপাশি নাগরোটা নাউরা খাদ গ্রামে একটি স্যাটেলাইট গ্রাম গড়ে তোলার চিন্তাভাবনা করা হচ্ছে।

বর্তমানে হিমাচলে গড়ে তিন কোটি পর্যটক বেড়াতে আসেন বছরে। আগামী পাঁচ বছরের মধ্যে সংখ্যাটা পাঁচ কোটিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান সুখু। এই বছর মে মাসে ৭২ লক্ষ পর্যটক হিমাচল গিয়েছিলেন। সঠিক পদ্ধতিতে পর্যটকদের তথ্য সংগ্রহ করা হবে বলেও জানিয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *