একশৃঙ্গ গণ্ডার বা স্লথ বিয়ার, কোথায় দেখতে পাবেন? রইল দেশের ১০ টি বন্যপ্রাণী পার্কের খুঁটিনাটি

Photo by Nandhu Kumar:

প্রকৃতি এবং প্রাণী বৈচিত্র্য ভরা এই ভারতে পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান হল বন্যপ্রাণী সংরক্ষণ পার্কগুলি। ভারতের বিভিন্ন বন্যপ্রাণী পার্ক এবং তাদের বিখ্যাত প্রাণী সম্পর্কে আরও বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল:

কাজিরাঙ্গা জাতীয় উদ্যান (অসম)

অসম রাজ্যে ব্রহ্মপুত্র নদীর দক্ষিণ তীরে অবস্থিত কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। এখানকার বিখ্যাত জন্তু হল একশৃঙ্গ গণ্ডার। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটি একশৃঙ্গ গণ্ডারের বৃহত্তম অভয়ারণ্য। এছাড়াও এখানে হাতি, বাঘ, জলমহিষ এবং বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়।

কানহা জাতীয় উদ্যান (মধ্যপ্রদেশ)

মধ্যপ্রদেশের মাণ্ডলা এবং বালাঘাট জেলার মধ্যে অবস্থতি কানহা জাতীয় উদ্যান। এখানকার বিখ্যাত পশু হল রয়্যাল বেঙ্গল টাইগার, বারাসিঙ্গা। কানহা জাতীয় উদ্যান ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে বাঘ, লেপার্ড, স্লথ বিয়ার এবং বিভিন্ন প্রজাতির হরিণ দেখা যায়।

জিম করবেট জাতীয় উদ্যান (উত্তরাখণ্ড)

উত্তরাখণ্ডের নৈনিতাল এবং পাউরি গড়ওয়াল জেলার মধ্যে অবস্থিত। এই পার্ক বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার এবং হাতির জন্য। জিম করবেট জাতীয় উদ্যান ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান। এটি রয়্যাল বেঙ্গল টাইগারের পাশাপাশি হাতি, হরিণ, বন্য শূকর এবং বিভিন্ন প্রজাতির পাখির আবাসস্থল।

সুন্দরবন জাতীয় উদ্যান (পশ্চিমবঙ্গ)

গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে, পশ্চিমবঙ্গে অবস্থিত। রয়্যাল বেঙ্গল টাইগার, ম্যানগ্রোভ বন অঞ্চলের কুমির এখানকার বিখ্যাত জন্তু। সুন্দরবন জাতীয় উদ্যান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, লবণাপ্রিয় কুমির এবং বিভিন্ন প্রজাতির পাখি ও জলজ প্রাণী দেখা যায়।

ছবি Robert Stokoe

রান্থম্ভোর জাতীয় উদ্যান (রাজস্থান)

রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলায় রান্থম্ভোর জাতীয় উদ্যান অবস্থিত। এখানকার বিখ্যাত জন্তু রয়্যাল বেঙ্গল টাইগার। রান্থম্ভোর জাতীয় উদ্যান টাইগার পর্যবেক্ষণের জন্য বিখ্যাত। এছাড়াও এখানে চিতল, সাম্বার হরিণ, লেপার্ড, এবং বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়।

আর পড়ুন।

পাহাড়ের গায়ে হেলান দিয়ে সমুদ্র, চলুন ভাইজ্যাগের কাছে অসাধারণ সুন্দর এই সৈকতে

বেড়ে যায় সবুজের ঘনঘটা, তাই গোয়াকে সত্যি করে চিনতে চলুন বর্ষায়

গির জাতীয় উদ্যান (গুজরাট)

গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলে অবস্থিত গির জাতীয় উদ্যান। এখানকার বিখ্যাত জন্তু এশিয়াটিক সিংহ। গির জাতীয় উদ্যান এশিয়াটিক সিংহের একমাত্র প্রাকৃতিক আবাসস্থল। এখানে চিতল, নীলগাই, চিংকারা এবং বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়।

পেরিয়ার জাতীয় উদ্যান (কেরালা)

কেরালার ইদুক্কি এবং পাথানামথিট্টা জেলায় অবস্থিত পেরিয়ার জাতীয় উদ্যান। পেরিয়ার জাতীয় উদ্যানের কেন্দ্রীয় আকর্ষণ হল ভারতীয় হাতি। এছাড়াও এখানে বাঘ, গাউর, সম্বর হরিণ, এবং বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়।

সত্যমঙ্গলম টাইগার রিজার্ভ (তামিলনাড়ু)

তামিলনাড়ু রাজ্যে অবস্থিত সত্যমঙ্গলম টাইগার রিজার্ভ। সত্যমঙ্গলম টাইগার রিজার্ভ ভারতের অন্যতম নতুন টাইগার রিজার্ভ। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও হাতি, লেপার্ড, গাউর এবং বিভিন্ন প্রজাতির হরিণ দেখা যায়।

বন্দিপুর জাতীয় উদ্যান (কর্ণাটক)

কর্ণাটকের চামরাজনগর জেলায় অবস্থিত বন্দিপুর জাতীয় উদ্যান। বন্দিপুর জাতীয় উদ্যান টাইগার রিজার্ভের অন্তর্ভুক্ত। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, হাতি, লেপার্ড, গাউর, এবং বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়।

পেনচ জাতীয় উদ্যান (মধ্যপ্রদেশ/মহারাষ্ট্র)

মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র রাজ্যের সীমান্তে অবস্থিত। পেনচ জাতীয় উদ্যানের পটভূমিতে রুডইয়ার্ড কিপলিং-এর “দ্য জাঙ্গল বুক” লেখা হয়েছে। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, লেপার্ড, হায়েনা, এবং বিভিন্ন প্রজাতির হরিণ দেখা যায়।

এই বন্যপ্রাণী পার্কগুলো ভারতের প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্যপ্রাণীর বৈচিত্র্যের প্রতিনিধিত্ব করে। সংরক্ষণ এবং পর্যটকদের শিক্ষামূলক ভ্রমণের জন্য এই পার্কগুলো বিশেষভাবে পরিচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *