জিরো পয়েন্ট থেকে ৫ কিমি, পর্যটকদের জন্য খুলে গেল উত্তর সিকিমের সাংলাফু লেক   

ভ্রমণ অনলাইন ডেস্ক: পর্যটন-সম্পদে ভরপুর সিকিম। পর্যটকরা সিকিমে বেড়াতে গিয়ে সাধারণত যে সব জায়গা ঘুরে আসেন, তার বাইরেও রয়েছে অনেক ‘লুকোনো রত্ন’। একটু একটু সে সব জায়গা খুলে দেওয়া হচ্ছে পর্যটকদের কাছে। তেমনই একটি দ্রষ্টব্য হল ‘সাংলাফু চো’ অর্থাৎ সাংলাফু লেক। মে মাসের গোড়াতেই এই পর্যটনস্থল খুলে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য। ধর্মীয় রীতি মেনে স্থানীয় বৌদ্ধ সন্ন্যাসীরা আনুষ্ঠানিক ভাবে এই লেক উদ্বোধন করেন।

সিকিমের অত্যন্ত জনপ্রিয় গন্তব্য উত্তর সিকিম। উত্তর সিকিমে পর্যটকরা ঘুরে আসেন লাচুং, ইয়ুমথাং ভ্যালি, জিরো পয়েন্ট, কাটাও, লাচেন আর গুরুদোংমার লেক। কিন্তু এবার থেকে পর্যটকরা অবশ্যই দেখে আসবেন সাংলাফু লেক। সমুদ্রতল থেকে ৫০৮০ মিটার অর্থাৎ প্রায় ১৬৬৭০ ফুট উঁচুতে এই লেক লাচুং থেকে যেতে হয়। জিরো পয়েন্ট তথা ইউমেসামডং থেকে ৫ কিমি দূরে সাংলাফু লেক।

সাংলাফু লেক স্থানীয় মানুষদের কাছে ‘গ্রেট লেক’ নামে পরিচিত। এত দিন এই দ্রষ্টব্যের দরজা পর্যটকদের কাছে বন্ধ থাকলেও স্থানীয়দের যেতে কোনো বাধা ছিল না। তবে এখানে যাওয়া খুব সহজ ছিল না। দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে এখানে যেতে হত। স্থানীয়রা এই লেকটিকে খুব পবিত্র স্থান বলে মনে করেন। তাঁরা মনে করেন, এটি একটি তীর্থস্থান। এই লেকের ধারে গিয়ে তাঁরা প্রার্থনা করেন। এই লেকের জল তাঁদের কাছে খুবই পবিত্র।

পর্যটকদের কাছে লেক খুলে দেওয়ার জন্য যে উদ্বোধনী অনুষ্ঠানটি হল তা-ও ছিল দেখার মতো। এক বিশেষ প্রার্থনাসভার আয়োজন করা হয়। তাতে যোগ দেন লাচুংয়ের সামতেন চোলিং মন্যাস্টেরির বৌদ্ধ সন্ন্যাসীরা। স্থানীয় মানুষ থেকে শুরু করে হোটেল ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা এবং গাড়িচালকেরাও উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। পর্যটকদের জন্য সাংলাফু লেক খুলে দেওয়ায় খুশি সবাই, এমনকি বৌদ্ধ সন্ন্যাসীরা।  

এখন সাংলাফু লেক পর্যন্ত ফোর হুইল ড্রাইভের রাস্তা খুলে দেওয়া হয়েছে। এবার থেকে উত্তর সিকিম গেলে অবশ্যই ঘুরে আসবেন সাংলাফু লেক। তবে সেখানকার পরিবেশ নষ্ট করা যাবে না। একবার ব্যবহারযোগ্য এমন প্লাস্টিক কিংবা টেট্রা প্যাক সঙ্গে রাখবেন না। আর লেকের আশপাশে থুতু ফেলা নৈব নৈব চ। মনে রাখবেন, লেকের পরিচ্ছন্নতা বজায় রাখাও আপনার দায়িত্ব।

আরও পড়ুন

পাল আমলের স্মৃতি বহন করছে তাম্রলিপ্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *