মঙ্গলবার থেকেই উত্তর সিকিমের পারমিট দেওয়া শুরু প্রশাসনের

ভ্রমণ অনলাইনডেস্ক: এক সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর অবশেষে পর্যটকদের জন্য উত্তর সিকিম খুলে দেওয়া হল। মঙ্গলবার থেকে উত্তর সিকিম যাওয়ার পারমিট চালু করার সিদ্ধান্ত নিল সিকিমের পর্যটন বিভাগ।

অতিরিক্ত বৃষ্টি এবং প্রবল বর্ষণে ধসের কারণে গত প্রায় দেড় সপ্তাহ ধরে উত্তর সিকিমের একাধিক পর্যটন কেন্দ্রে যাওয়ার পারমিট বাতিল হয়। এখন আবহাওয়া একদমই পরিষ্কার। আর রাস্তাও মেরামত করে দেওয়া হয়েছে। ফলে পারমিট দেওয়ার আর কোনো বাধা নেই।

পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে দিন দশেক আগে উত্তর সিকিমের পারমিট বাতিল করে সরকার। গত ১০ থেকে ১২ অক্টোবর তীব্র বৃষ্টি হয় সিকিমে। এর ফলে একাধিক জায়গায় ধস নামে। ধসের কারণে বাড়তে থাকে দুর্ঘটনার আশঙ্কাও। সেই কারণেই পারমিট বাতিল করার সিদ্ধান্ত নেয় সরকার।

পুজোর মরশুম শেষ হলেও গোটা শীতকাল জুড়ে সিকিমে পর্যটকদের ভিড় লেগেই থাকে। বিশেষত, লাচুং, লাচেন, ইয়ামথাং ভ্যালি, জিরো পয়েন্ট, গুরুদংমার লেক-সহ একাধিক নৈসর্গিক স্থানে চুটিয়ে উপভোগ করতে ছুটে যান পর্যটকরা।

সিকিমে অদূর ভবিষ্যতে খারাপ আবহাওয়ার কোনো আশঙ্কা আর নেই। ফলে পর্যটন ব্যবসায়ীরা নিশ্চিন্তেই রয়েছেন।

আরও পড়তে পারেন

কালীপুজো-দীপাবলি: শান্তিপুরে বড়ো গোস্বামী বাড়িতে আগমেশ্বরীর কালীপুজোয় সহিষ্ণুতার কাহিনি     

শীতকালীন পর্যটনকে বিস্তার করতে বিশেষ উদ্যোগ কাশ্মীরের, হেলিকপ্টার পরিষেবা চালু করার ভাবনা

বিশ্বের সব থেকে পরিবেশবান্ধব শহরের শিরোপা পেল হায়দরাবাদ

কালীপুজো-দীপাবলি: মা-ই-ত কালীর পুজোয় মেতে উঠছে সোনামুখী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *