‘দুর্যোগের এতটুকু আঁচ লাগেনি’, হোটেল-এজেন্টের প্রশংসায় পঞ্চমুখ সিকিম ফেরত পর্যটকদল
ভ্রমণ অনলাইনডেস্ক: শনিবার বিকেলে গ্যাংটক থেকে শিলিগুড়ি নেমে এসেছেন কলকাতার কসবার বাসিন্দা তাপস সেন। শিলিগুড়িতে নেমে প্রথমেই ভ্রমণ অনলাইনকে ফোন করে তিনি জানালেন, দুর্যোগের সময়ে সিকিমে থাকলেও এতটুকু আঁচ তাদের গায়ে লাগেনি। তাপসবাবুর কথায়, “যে হোটেলে ছিলাম, যে এজেন্ট আমাদের ভ্রমণের বন্দোবস্ত করে দিয়েছেন, তাদের জন্যই দুর্যোগের আঁচ বুঝলাম না। আমরা সবাই খুব খুশি।” তিস্তায় […]