মরশুমের শেষ লগ্নে নজিরবিহীন তুষারপাত, প্রকৃতির খামখেয়ালিপনা সিকিমে

ভ্রমণ অনলাইনডেস্ক: নজিরবিহীন ঘটনা ঘটে চলেছে সিকিমে। ফেব্রুয়ারি মাস পর্যন্ত যে রাজ্যটা বরফের লেশমাত্র দেখেনি, সেই এখন বরফে বিপর্যস্ত।

টানা তুষারপাতের জেরে এমনিতেই উত্তর সিকিমে আটকে ছিলেন বহু পর্যটক। ইতিমধ্যে প্রায় ১,৪০০ পর্যটককে উদ্ধার করেছে সেনা। কিন্তু রবিবার আবার বড়োসড়ো ধস নামে পূর্ব সিকিমের ডিকচু জাং ওয়ার্ডে। গ্যাংটক থেকে মনগন যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এমনিতেই, এ বার গত ১১ থেকে ১৫ মার্চ নজিরবিহীন তুষারপাত হয়েছে উত্তর সিকিমে। মরশুমের এমন তুষারপাত অতীতে খুব কমই দেখেছেন সিকিমবাসী। তার পর থেকে দফায় দফায় তুষারপাত হয়েছে উত্তর সিকিমের বিভিন্ন জায়গায়। রাস্তা পরিষ্কার করে যান চলাচল যত বারই শুরু হয়েছে, তত বারই তুষারপাত হয়েছে।

এখন তাপমাত্রা অত্যধিক কমে যাওয়ার ফলে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। বেড়াতে গিয়ে আটকে পড়েন পর্যটকরা। সেনা সূত্রে খবর, শনিবার পর্যন্ত ১,৪০০ পর্যটককে জওয়ানরা উদ্ধার করেছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। প্রায় ১৪ থেকে ১৮ হাজার ফুট উচ্চতায় এই উদ্ধারকাজ চলে। তা ছাড়া উত্তর সিকিমবাসী এবং সেনার চলাচলের সুবিধার্থে বরফ পরিষ্কারের কাজ শুরু হয়েছে।

মার্চ পার হতে চলল, কিন্তু তুষারপাত থামার এখনই কোনো নামগন্ধ নেই। বরং এপ্রিলেও বরফ পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *