কুনো অভয়ারণ্যে আটটির মধ্যে একটি চিতার মৃত্যু

ভ্রমণ অনলাইনডেস্ক: নামিবিয়া থেকে ভারতে আনা আটটি চিতার মধ্যে একটির মৃত্যু হল। গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭২তম জন্মদিনে ওই চিতাগুলিকে ছেড়ে দেওয়া হয়েছিল মধ্যপ্রদেশের কুনো অভয়ারণ্যে। তার ৬ মাস পরেই অসুস্থ হয়ে মৃত্যু হল একটি স্ত্রী চিতার।

কুনো জাতীয় উদ্যান সূত্রে খবর, মৃত স্ত্রী চিতাটির নাম ‘সাশা’। অভয়ারণ্যে তার জন্য তৈরি নির্দিষ্ট ঘেরাটোপের মধ্যেই সোমবার মৃত অবস্থায় পাওয়া যায় সাশাকে। মধ্যপ্রদেশের বন দফতর জানিয়েছে, জানুয়ারি মাসেই চিকিৎসকেরা জানিয়েছিলেন সাশা গুরুতর অসুস্থ। সেই সময় থেকেই শরীরে জলের ঘাটতি জনিত সমস্যা বা ডিহাইড্রেশনে ভুগছিল সে।

দেশে চিতার বংশবৃদ্ধির জন্যই নামিবিয়া থেকে ৫টি স্ত্রী চিতা এবং তিনটি পুরুষ চিতা আনা হয়েছিল। তার মধ্যেই একটি স্ত্রী চিতার মৃত্যু হল। ফলে মধ্যপ্রদেশের কুনো অভয়ারণ্যে এখন বাকি রইল ৪টি স্ত্রী চিতা এবং ৩টি পুরুষ চিতা।

মধ্যপ্রদেশের বন দফতর এবং দেশের বন্যপ্রাণ সংরক্ষণ সংস্থা ডব্লুআইআইয়ের তত্ত্বাবধানে চিতাটির দেখাশোনা চলছিল। সম্প্রতি চিতাটি একটু বেশি অসুস্থ হয়ে পড়ায় ভোপাল থেকে পশুদের বিশেষজ্ঞ চিকিৎসক অতুল গুপ্তাকে আনা হয়েছিল সাশার চিকিৎসার জন্য। কিন্তু তার পরও বাঁচানো যায়নি চিতাটিকে। মধ্যপ্রদেশের বন দফতর জানিয়েছে, ‘‘দেশে চিতার বংশবৃদ্ধির যে পরিকল্পনা করে চিতাটি আনা হয়েছিল, সাশার মৃত্যুতে সেই প্রকল্পে বড়ো ক্ষতি হল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *