খোলার এক সপ্তাহের মধ্যেই শ্রীনগরের টিউলিপ বাগানে লক্ষাধিক পর্যটকের পা পড়ল

ভ্রমণ অনলাইনডেস্ক: শ্রীনগরের টিউলিপ বাগান খুলে যেতেই তা দেখার জন্য পর্যটকের ভিড় ক্রমশ বেড়ে চলেছে। প্রশাসনিক তথ্য অনুযায়ী বাগানটি খোলার এক সপ্তাহের মধ্যেই লক্ষাধিক পর্যটকের পা পড়েছে সেখানে।

বাগানের আধিকারিক সায়িক রসুল বলেন এখনও পর্যন্ত ১ লক্ষ ১৬ হাজার ৭১ জন পর্যটক গত এক সপ্তাহে এই বাগানে ভ্রমণ করেছেন। এর মধ্যে স্থানীয়, বাইরের রাজ্যের মানুষ এবং বিদেশিরা রয়েছেন।

তথ্য বলছে, গত এক সপ্তাহে ৪২ হাজার ৯৬৭ জন স্থানীয় এই বাগানে ভ্রমণ করেছেন। বিদেশি পর্যটকের সংখ্যা ৪৩১। অর্থাৎ বাইরের রাজ্যের ৭২ হাজার ৬৭৩ জন পর্যটক এখনও পর্যন্ত এই বাগানে ভ্রমণ করেছেন।

উল্লেখ্য, লকডাউনের পর থেকেই কাশ্মীরে পর্যটনের জোয়ার এসেছে। ২০২১ এবং ২০২২, দুই বছরই প্রচুর সংখ্যক মানুষ কাশ্মীরে ভ্রমণে গিয়েছেন। তবে বাকি দুই বছরের রেকর্ডও এ বার ছাপিয়ে যেতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *