আগুনে ভস্মীভূত ডাল লেকের পাঁচটি হাউসবোট, তিন বাংলাদেশি পর্যটকের মৃত্যু

ভ্রমণ অনলাইনডেস্ক: শ্রীনগরের ডাল লেকে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার ভোররাতে আগুন লাগে ডাল লেকে অবস্থিত হাউসবোটে। এতে ঝলসে মৃত্যু হয় তিন পর্যটকের। তাঁরা বাংলাদেশ থেকে কাশ্মীরে বেড়াতে এসেছিলেন।

পুলিশ জানিয়েছে, তিন বাংলাদেশি পর্যটক সাফিনা নামে একটি হাউসবোটে ছিলেন। সেখানে আগুন লেগে বিপত্তি। দমকল সূত্রে খবর, শনিবার ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ ডাল লেকের ন’ নম্বর ঘাটের কাছে একটি হাউসবোটে আগুন লাগে। তার পর তা ক্রমে অন্য হাউসবোটে ছড়াতে থাকে।

অন্তত পাঁচটি হাউসবোট পুড়ে ছাই হয়ে গিয়েছে। ক্ষতি হয়েছে আরও কয়েকটির। কয়েক কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে।তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে। কাশ্মীরে এ সময় প্রচুর পর্যটক ভিড় করেন। আগুন আরও ছড়ালে বড়োসড়ো বিপত্তি হতে পারত বলে মনে করছে পুলিশ

পর্যটকদের কাছে বরাবরই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে ডাল লেক। বহু পর্যটকই ডাল লেকে হাউসবোটে থাকেন। সেই হাউসবোটে অগ্নিকাণ্ডে স্বাভাবিক ভাবেই উদ্বেগ ছড়িয়েছে। ক’ দিন আগেই কাশ্মীরে মরশুমের প্রথম তুষারপাত হয়েছে। এই খুশির মধ্যেই ভূ-স্বর্গে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন পর্যটকদের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *