ভ্রমণ অনলাইনডেস্ক: বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলনের আগে রাজ্য মন্ত্রীসভার বৈঠকে বড়ো সিদ্ধান্ত নেওয়া হল। পর্যটনকে শিল্প হিসেবে ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার।
রাজ্যের কয়েক কোটি মানুষ পর্যটনের সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত। পর্যটনকে শিল্প হিসেবে ঘোষণা করলে বিনিয়োগ এক লাফে কয়েক গুণ বেড়ে যাবে বলেই মনে করছে রাজ্য সরকার। রাজ্য পর্যটনকে ‘ইন্ডাস্ট্রি’ হিসেবে ঘোষণা করার কথা আগেও বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার খাতায় কলমে তা করার কথা ঘোষণা করা হল।
সম্প্রতি রাজ্য মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়ার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এর ফলে বড়ো বড়ো শিল্প সংস্থাগুলি পর্যটনক্ষেত্রে বিনিয়োগ করবে। প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।“
রাজ্যের পর্যটনকে শিল্প হিসেবে ঘোষণা করার দরুন একাধিক সুযোগ-সুবিধা পাবে পর্যটন ক্ষেত্রে বিনিয়োগকারী সংস্থাগুলি। বিশেষত বিদ্যুৎ থেকে শুরু করে জমির দাম, একাধিক ক্ষেত্রে সুযোগ-সুবিধা পাবে বিনিয়োগকারী সংস্থাগুলি। বিদ্যুতের খরচা ৩ টাকা প্রতি ইউনিট কমবে, জল পরিষেবার খরচা কমবে, লাইসেন্স ফি ও অন্যান্য করবাবদ খরচও কমে যাবে।
আগামী ২১ নভেম্বর থেকে রাজ্যে শুরু হচ্ছে রাজ্যে বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন। ২১, ২২, ২৩ নভেম্বর — তিন দিন ধরে চলবে সম্মেলন। এর আগেই পর্যটনকে শিল্প হিসেবে ঘোষণা করার ফলে বিনিয়োগ অনেক বেড়ে যাবে বলেই মনে করা হচ্ছে।