ভ্রমণ অনলাইনডেস্ক: পাহাড়ের পর্যটনদের শিরদাঁড়া হচ্ছে হোমস্টে। গত কয়েক বছরে অসংখ্য হোমস্টে গড়ে উঠেছে পাহাড়ের বিভিন্ন প্রান্তে। এ বার সেই হোমস্টের মালিকদের হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করতে চলছে রাজ্য পর্যটন দফতর।
সূত্রের খবর, গত ১৯ জুলাই রাজ্য কারিগরি শিক্ষা দফতরের প্রধান সচিবকে চিঠি দিয়ে নির্দিষ্ট বিষয়বস্তু-ভিত্তিক ‘কোর্স মেটেরিয়াল’ তৈরির অনুরোধ করেছেন পর্যটন দফতরের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তী। গত ২২ মে রাজ্য পর্যটন দফতরের টাস্ক ফোর্সের বৈঠক হয়। তাতে হোমস্টে মালিকদের প্রশিক্ষণের বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে নতুন কোর্স তৈরির বিষয়টি চূড়ান্ত হয়েছে। কোর্স অনলাইন রেখে মালিকদের সময়মতো তা ব্যবহারের উপযোগী করে তুলতে বলা হয়েছে।
মোট ১১টি বিষয়কে সময় দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে। পর্যটন দফতরের এক যুগ্ম সচিব সংবাদমাধ্যমকে বলেন, ‘‘হোমস্টে ব্যবস্থাকে এখন আরও বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে। শুধু গন্তব্য বা বাড়ি তৈরিই নয়, প্রশিক্ষণ, নথিভুক্তকরণ, ঋণের দিকেও নজর দেওয়া হয়েছে। এ বার পরিষেবা, মানোন্নয়ন এবং হোমস্টে জনপ্রিয় করার জন্য প্রশিক্ষণের কোর্স তৈরি হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে।’’
পর্যটন দফতর সূত্রের খবর, উত্তরবঙ্গের আটটি জেলায় সরকারি ভাবে নথিভুক্ত ১৬০৮টি হোমস্টে রয়েছে। নথিভুক্ত না হওয়া হোমস্টে রয়েছে অন্তত দু’হাজার। নথিভুক্ত হোমস্টে সব চেয়ে বেশি রয়েছে কালিম্পং জেলায়— ১০৩৪টি। এ ছাড়া, দার্জিলিঙে ২৩২টি, জলপাইগুড়িতে ১১৯টি, দক্ষিণ দিনাজপুরে ২৭টি ছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলায় আরও বেশ কিছু হোমস্টে রয়েছে।
অফিসারেরা জানান,পরিষেবা উন্নত করে তুলতে কী কী করণীয়, সে বিষয়ে সুস্পষ্ট ধারণা তৈরি হবে মালিকদের। কোর্স হবে অনলাইনে। যেখানে নানা রকম ভিডিও আপলোড করা হবে। মালিকরা সময়মতো ভিডিও দেখে নিতে পারবেন। কোর্স সম্পূর্ণ হওয়ার পরে পরীক্ষা হবে।