ভ্রমণ অনলাইনডেস্ক: বিদেশি পর্যটকদের কাছে বাংলা অন্যতম আকর্ষণীয় পর্যটনস্থল হয়ে উঠেছে ৷ তার প্রমাণ মিলল কেন্দ্রের প্রকাশিত পরিসংখ্যানে ৷ সম্প্রতি ভারত সরকার ‘ইন্ডিয়া: ট্যুরিজিম স্ট্যাটিসটিক্সস অ্যাট এ গ্ল্যান্স’ (India: Tourism Statistics at a Glance) প্রকাশ করেছে ৷ এতে ২০২২ সালে অন্য দেশ থেকে ভারতে আসা পর্যটকরা ভারতে কোন কোন রাজ্যে গিয়েছেন, সেই তথ্য তুলে ধরা হয়েছে ৷
রাজ্যবাসীর কাছে সুখবর হল এই তালিকায় থাকা দশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ ৷ এ রাজ্যের আগে রয়েছে গুজরাত এবং মহারাষ্ট্র ৷ ২০১৯ সালে ভারতে বিদেশি পর্যটকদের সংখ্যার নিরিখে পঞ্চম স্থান ছিল পশ্চিমবঙ্গ ৷ তবে এবার সেই রেকর্ডও ছাপিয়ে গিয়েছে।
বিদেশি পর্যটকদের উপস্থিতির নিরিখে ২০২২ সালে এক নম্বরে গুজরাত ৷ গত বছর সেখানে ১৭ লক্ষ ৮ হাজার বিদেশি পর্যটক ঘুরতে আসে ৷ দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র ৷ ২০২২ সালে পশ্চিমের এই রাজ্যটিতে বিদেশি পর্যটক এসেছে ১১ লক্ষ ৫ হাজার ৷ পশ্চিমবঙ্গে গত বছর এসেছেন ১০ লক্ষ ৪০ হাজার পর্যটক।
এক ইভাবে দেশের অন্য রাজ্যগুলি থেকে বাংলায় বহু পর্যটক ঘুরতে আসেন ৷ সেই সংখ্যার নিরিখে বাংলার স্থান অষ্টম৷ কেন্দ্রের এই রিপোর্টে জানানো হয়েছে, দেশীয় পর্যটকদের নিরিখে সবচেয়ে উপরে রয়েছে উত্তরপ্রদেশ ৷ এ ছাড়া অন্য সাতটি রাজ্য- তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, গুজরাত, মহারাষ্ট্র এবং রাজস্থান।