সুন্দরবনের প্রবেশদ্বারে বেহাল রাস্তা, ঝুঁকির চলাচল ঝড়খালিতে

নিজস্ব প্রতিনিধি: এক কথায় ঝড়খালিকে বলা যেতে পারে ‘গেটওয়ে অব সুন্দরবন।’ কারণ কলকাতা থেকে গাড়ি নিয়ে সহজেই ঝড়খালি পৌঁছে সেখান থেকে জলপথে সুন্দরবন ভ্রমণ শুরু করতে পারেন সাধারণ মানুষ। ঠিক সেই জন্য ঝড়খালিতে এখন হোটেল এবং হোমস্টের ছড়াছড়ি। প্রত্যেক সপ্তাহান্তে মানুষের ভিড় চোখে পড়ার মতো।

এ হেন ঝড়খালিতে রাস্তার বেহাল দশা দেখে রীতিমতো চমকে যেতে হয়। ঝড়খালি বাজার থেকে ফেরিঘাট, এই পাঁচ কিলোমিটার রাস্তার প্রথম দু’ কিলোমিটার কংক্রিটের হলেও শেষের তিন কিলোমিটার রাস্তা পিচের। সেই পিচের রাস্তার অবস্থা কহতব্য নয়।

সম্প্রতি একটি গ্রুপের সদস্য হয়ে ঝড়খালি গিয়েছিলাম। রাস্তার এই অবস্থা দেখা মজার ছলে গ্রুপের কেউ কেউ তো বলেই দিলেন যে চাঁদের জমিও এতটা খারাপ নয়। স্থানীয় মানুষজনের বক্তব্য, বর্ষার শুরুর আগেও রাস্তার অবস্থা এতটা খারাপ ছিল না। কিন্তু গত দু’ মাসে অবস্থা সঙ্গিন।

খাতায়কলমে এই রাস্তা তিন নম্বর রাজ্য সড়ক, কোনো গ্রামীণ রাস্তাও নয়। তার এই অবস্থা ভাবিয়ে তুলছে ঝড়খালির পর্যটন ব্যবসায়ীদের। যে ভাবে ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে চলতে হয় তাতে যে কোনো দিন বড়ো রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারে।

ঝড়খালির রাস্তার অবস্থা দ্রুত উন্নতি না হলে তার সরাসরি প্রভাব পর্যটনের ওপরে পড়তে পারে বলে আশংকা স্থানীয়দের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *