সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়ে একশোয়, খুশি সব মহল

sundarban tiger

ভ্রমণ অনলাইনডেস্ক: গত এক বছরে বহু বার বাঘের দেখা পেয়েছেন সুন্দরবনে বেড়াতে আসা পর্যটকেরা। কখনও কখনও এক সঙ্গে একাধিক বাঘের দেখাও মিলেছে। সুন্দরবনে বাঘের সংখ্যা যে বেড়েছে, সেটা এ বার সরকারি ভাবে জানা গেল।

সারা দেশের বিভিন্ন জঙ্গলের পাশাপাশি সুন্দরবনে কত বাঘ আছে, তার ন্যূনতম আনুমানিক সংখ্যা সম্প্রতি প্রকাশিত হয়েছে। তাতে দেখা গিয়েছে, সুন্দরবনে বর্তমানে ন্যূনতম ১০০টি বাঘ রয়েছে। এর আগে ২০১৮ সালে বাঘ গণনা হয়েছিল। সেই গণনায় দেখা গিয়েছিল সুন্দরবনে বাঘের ন্যূনতম সংখ্যা ৮৮। পরবর্তী কালে আরও তথ্য খতিয়ে দেখে জানা যায়, সুন্দরবনের জঙ্গলে বাঘের প্রকৃত সংখ্যা ৯৬।

এ বারের বাঘ গণনা শুরু হয়েছিল ২০২১ সালের ডিসেম্বরে। গোটা দেশের পাশাপাশি সুন্দরবনের জঙ্গল জুড়েও বসানো হয়েছিল প্রচুর স্বয়ংক্রিয় ক্যামেরা। সেই ক্যামেরার ছবি বিশ্লেষণ করেই শুরু হয় গণনার কাজ। বন দফতর সূত্রের খবর, সুন্দরবনে বসানো ক্যামেরায় অন্তত ১০০টি বাঘের সরাসরি ছবি মিলেছে। অর্থাৎ, বর্তমানে সুন্দরবনে অন্তত ১০০টি বাঘ আছে।

এই গণনারমধ্যে অবশ্য ব্যাঘ্রশাবকদের ধরা হয়নি। অন্যান্য বিষয় খতিয়ে দেখে আরও বাঘ আছে কি না তা জানা যাবে। তবে গত কয়েক বছরে সুন্দরবনে বাঘের সংখ্যা যে বেড়েছে, সম্প্রতি প্রকাশিত এই পরিসংখ্যানে তা স্পষ্ট হয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *