মাউন্ট এভারেস্টে দুর্ঘটনা, ক্রেভাসে পড়ে নিখোঁজ তিন শেরপা, মৃত্যুর আশংকা

ভ্রমণ অনলাইনডেস্ক: অভিযানের মরশুম শুরু হওয়ার মুখেই অঘটন। মাউন্ট এভারেস্টে নিখোঁজ হয়ে গেলেন তিন জন শেরপা। তাঁদের উদ্ধারের কাজে প্রশাসন নামলেও তাঁদের মৃত্যুরই আশংকা করা হচ্ছে।

প্রয়োজনীয় রসদ এবং জিনিসপত্র পাঠানোর জন্য বুধবার বেস ক্যাম্প থেকে ক্যাম্প ১-এ রওনা হয়েছিলেন ২৫ জন শেরপা। সেই দলেই ছিলেন তিন জন শেরপা — ছেইরি শেরপা, লাপকা টেন্ডি শেরপা, লাপকা রিটা শেরপা। খুম্বু আইসফল পেরোনোর সময় তুষারধসের কবলে পড়ে ওই দলটি।

এতে টাল সামলাতে না পেরে গভীর ক্রিভাসে পড়ে যান ওই তিন জন। কিছুক্ষণের মধ্যে উদ্ধারকাজ শুরু করা হয়। তবে উদ্ধারকারীরা মেনে নিচ্ছেন যে এই তিন জনকে উদ্ধার করার সম্ভাবনা অত্যন্ত কম।

উল্লেখ্য, ২০১৫ সালে নেপালের ভূমিকম্পের ঠিক পরেই বিশাল তুষারঝড় নেমে আসে এভারেস্টে। এতে মৃত্যু হয় ২২ জনের। তার পর ২০১৯ সালে বেশ কিছু পর্বতারোহীর মৃত্যুর সাক্ষী এই মাউন্ট এভারেস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *