দু’ দশক পর মহানন্দা অভয়ারণ্যে দেখা মিলল বাঘের

ভ্রমণ অনলাইনডেস্ক: বক্সা, নেওড়া ভ্যালির পর এ বার বাঘের দেখা মিলল মহানন্দা অভয়ারণ্যে। বন দফতর দু-এক দিন আগে প্রকাশ্যে এনেছে বাঘের সে ছবি। দু’ দশক পর এই অভয়ারণ্যে বাঘের দেখা মিলল।

বন দফতর সূত্রের দাবি, গত ডিসেম্বর পর্যন্ত বাঘের পায়ের ছাপ এবং মল মিলেছে মহানন্দা অভয়ারণ্যে। তখন ওই এলাকায় ট্র্যাপ ক্যামেরা কম ছিল। ফের ওই ক্যামেরার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত হয়, যাতে বাঘের উপস্থিতির উপরে নজর রাখা যায়।

পশ্চিমবঙ্গের প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণ) দেবল রায় বুধবার বলেন, ‘‘ট্র্যাপ ক্যামেরায় মহানন্দা অভয়ারণ্যে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলেছে। বাঘের এই এলাকায় দীর্ঘ সময় ধরে ঘোরাফেরার উপরে দফতরের তরফে বিশদে নজরদারি করা হচ্ছে।’’

প্রাথমিক ভাবে দফতর সূত্রের দাবি, যে ছবিগুলো বিভিন্ন সময় মিলেছে তা আলাদা বাঘের ছবি বলে মনে হচ্ছে। তবে বিশেষজ্ঞদের দিয়ে তা খতিয়ে দেখলে পরিষ্কার হবে। সে কারণে একটি বাঘ, না একাধিক, তা নিশ্চিত হতে অনুসন্ধান চলছে।

দফতর সূত্রে খবর, গত বছর ফেব্রুয়ারিতে প্রথম ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে বাঘের ছবি। ১৮ ফেব্রুয়ারি তা মেলার পরে একাধিক জায়গায় পাতা ট্র্যাপ ক্যামেরায় ছবি দেখা যায় ওই বছরেই এপ্রিল ও অগস্টে। ১৯ এপ্রিল ও ১৪ অগস্ট আলাদা জায়গায় পাতা ট্র্যাপ ক্যামেরায় তা ধরা পড়ে। গত ডিসেম্বরে ক্যামেরায় ধরা না পড়লেও পরোক্ষ ভাবে বাঘের উপস্থিতির কিছু তথ্য পায় বন দফতর।

বন দফতর সূত্রেই জানানো হয়েছে, মহানন্দা অভয়ারণ্যের সাত মাইল এলাকার কাছে দেখা গিয়েছে। এ ছাড়া, কালিঝোরার গোলা ব্লকে এবং চোকলং ব্লকে পাতা ট্র্যাপ ক্যামেরায় দেখা গিয়েছে। কিন্তু যে বাঘ দেখা গিয়েছে, তার শারীরিক মাপজোক কিছু মেলেনি। রাজ্যের মুখ্য বনপাল জানান, বিষয়টি বন দফতর সূত্রে জানা গিয়েছে। তারা চার বছর অন্তর দেশের বাঘের উপরে সামগ্রিক রিপোর্ট দেয়। এ মাসের শুরুতে ইতিমধ্যে প্রকাশ করেছে। জুলাই মাসে তার পূর্ণাঙ্গ রিপোর্টের অপেক্ষা করছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *