সমতলের গরমে অতিষ্ঠ? এখনও বরফ পড়ছে কাশ্মীরে

ভ্রমণ অনলাইনডেস্ক: দেশের একটা বড়ো অংশ যখন প্রবল গরমে অতিষ্ঠ, তীব্র তাপপ্রবাহ যখন রেকর্ড ভাঙার মুখে দাঁড়িয়ে রয়েছে, তখনও বরফ পড়ে চলেছে কাশ্মীরে। গত ২৪ ঘণ্টায় ভারী তুষারপাত হয়েছে জনপ্রিয় পর্যটনকেন্দ্র গুলমার্গে।

এই মুহূর্তে উত্তর ভারতে শক্তিশালী একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। এর ফলে সমগ্র অঞ্চল জুড়ে ঝড়বৃষ্টি হওয়ার পাশাপাশি উঁচু পার্বত্য এলাকাগুলিতে লাগাতার বরফ পড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় কাশ্মীরের একাধিক জায়গা ছাড়াও হিমাচল এবং উত্তরাখণ্ডের উঁচু এলাকাগুলিতেও বরফ পড়েছে।

গুলমার্গে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে হিমাংকের ০.৬ ডিগ্রি সেলসিয়াস নীচে, যা এই সময়ের স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম। আচমকা এই তুষারপাতের ফলে পর্যটকরা আনন্দে প্রায় আত্মহারা।

এই বছর এমনিতেই কাশ্মীরে রেকর্ড সংখ্যক পর্যটকের আগমন হয়েছে। কিন্তু যারা এপ্রিলের মাঝামাঝি এসেছিলেন, তাঁরা বরফের আশা করেননি স্বাভাবিক ভাবেই। তবে আবহাওয়া তাঁদের নিরাশ করল না। ২২ তারিখ পর্যন্ত এই বিক্ষিপ্ত তুষারপাত চলবে, তার পর আকাশ পরিষ্কার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *