ভ্রমণ অনলাইন ডেস্ক: উত্তরপ্রদেশের চিত্রকূটে রানিপুর টাইগার রিজার্ভ পর্যটকদের নতুন গন্তব্য হয়ে উঠছে। উত্তরপ্রদেশ সরকার এই টাইগার রিজার্ভকে পরিবেশ-পর্যটন গন্তব্য হিসাবে গড়ে তুলছে। এর জন্য একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এবং তা রূপায়ণের কাজ শুরু করে দিয়েছে রাজ্যের বোন দফতর।
রাজ্য সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, সংরক্ষিত বনাঞ্চল এবং তাকে ঘিরে যে বাফার এলাকা রয়েছে সেখানে পর্যটকদের জন্য নানারকম ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এর মধ্যে রয়েছে বিস্তীর্ণ লন-সহ বিলাসবহুল তাঁবু গড়ে তোলা। এই উন্নয়ন পরিকল্পনার জন্য ৩৮ লক্ষ টাকা বরাদ্দ করা হবে। শুধু পর্যটকদের জন্য বিলাসবহুল তাঁবু গড়ে তোলাই নয়, বাফার এলাকায় অন্যান্য পরিকাঠামোরও উন্নতি ঘটানো হচ্ছে। বন দফতর ইতিমধ্যেই এর কাজ শুরু করে দিয়েছে। এ ব্যাপারে নির্দেশিকা জারি করেছেন রানিপুর টাইগার রিজার্ভের ডেপুটি ডিরেক্টর।
২৩০ বর্গ কিলোমিটার এলাকা বিশিষ্ট রানিপুর টাইগার রিজার্ভ উত্তরপ্রদেশের চতুর্থ তথা ভারতের ৫৩তম টাইগার রিজার্ভ। উত্তরপ্রদেশের চিত্রকূট জেলায় ১৯৭৭ রানিপুর বন্যপ্রাণী অভয়ারণ্য গড়ে তোলা হয়। নানা ধরনের বন্যপ্রাণীর আবাসস্থল এই রানিপুর। এর মধ্যে রয়েছে বাঘ, চিতাবাঘ, চিঙ্কারা হরিণ, সম্বর হরিণ, ভল্লুক, নীলগাই ইত্যাদি। রানিপুরের জঙ্গলে রয়েছে বাঁশ, পলাশ, খয়ের, তেন্দু ইত্যাদি গাছ। পাহাড়-নদীতে ঘেরা রানিপুর প্রকৃতির এক স্বর্গরাজ্য। মধ্যপ্রদেশের পান্না টাইগার রিজার্ভ থেকে ১৫০ কিমি দূরে।
কী ভাবে যাবেন রানিপুর
কলকাতা থেকে ট্রেনে মৌ রানিপুর। ১৯ ঘণ্টার কিছু বেশি সময় লাগে যেতে। এখান থেকে রানিপুর ১০ কিমি। গাড়ি ভাড়া করে চলে যান। খাজুরাহো থেকে রানিপুর সড়কপথে ১৭০ কিমি। গাড়ি ভাড়া করে যেতে পারেন। খাজুরাহো দেখতে গিয়ে ঘুরে নিতে পারেন রানিপুর।
আরও পড়ুন
পুণ্যার্থীদের জন্য সুখবর! খুলল পুরীর মন্দিরের ৪ দরজা