চা-কেন্দ্রিক পর্যটনের উন্নয়নে এ বার চা-মানচিত্র তৈরি করতে চায় পশ্চিমবঙ্গ

ভ্রমণ অনলাইনডেস্ক: চা-কেন্দ্রিক পর্যটনের উন্নয়নের জন্য এ বার চা বাগানের জিআইএস মানচিত্র তৈরিতে উদ্যোগী হল পশ্চিমবঙ্গ সরকার। উত্তরবঙ্গে জুড়ে সরকারি স্বীকৃত চা বাগানের পাশাপাশি গড়ে ওঠেছে অসংখ্য ছোটো মাপের চা বাগান। যার কোনো সঠিক তথ্য নেই রাজ্যের হাতে। এই চা বাগানের জমি নিয়ে জেলাভিত্তিক তথ্যভাণ্ডার তৈরি করতে চায় রাজ্য। যা ন্যাশনাল রিসোর্স ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে অর্ন্তভুক্ত করা হবে।

রাজ্যের পরিকল্পনা পরিসংখ্যান দফতর থেকে জেলাশাসকদের কাছে চিঠি দিয়ে চা বাগানের কাজে ব্যবহৃত জমির প্লট ভিত্তিক তথ্য দ্রুত পাঠাতে বলা হয়েছে। 

এই জেলাগুলিতেই বড়ো চা বাগানের পাশাপাশি ছোটো চা বাগান স্থানীয় ভাবে তৈরি হয়েছে। দুটি ক্ষেত্রে জমির চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে। বড়ো চা বাগানগুলি সরকারে কাছ থেকে লিজ নেওয়া জমিতে রয়েছে। এই বড়ো চা বাগানগুলির অব্যবহৃত জমিতে ইতিমধ্যেই চা শ্রমিকদের আবসনের জন্য রাজ্য সরকার ‘চা সুন্দরী’ প্রকল্প গ্রহণ করেছে।

যদিও সব চা বাগানে এই প্রকল্প এখনও কার্যকর করা যায়নি। ছোটো চা বাগানের ক্ষেত্রে সেই সুযোগ নেই। স্থানীয় মানুষ নিজস্ব ছোটো জমিতে বাগান তৈরি করেছে। এখন জেলা থেকে প্লটভিত্তিক জমির চরিত্র গেলে তথ্যভাণ্ডার তৈরির কাজটা সহজ হবে।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে  গিয়ে চা বাগানগুলিকে নির্দিষ্ট ভাবে চিহ্নিতকরণের নির্দেশ দেন রাজ্য প্রশাসনকে। শুধু তা-ই নয়, চা বাগানগুলি কী পর্যায়ে রয়েছে সে সব বিস্তারিত বিষয়ে রাজ্যের নির্দিষ্ট তথ্যভাণ্ডার তৈরির প্রয়োজনীয়তা রয়েছে বলেও জেলা প্রশাসনকে বলেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *