গাইডদের জন্য বিশেষ পাঠক্রম শুরু করল পশ্চিমবঙ্গ পর্যটন

Sundarban

ভ্রমণ অনলাইনডেস্ক: পশ্চিমবঙ্গে জেলায় জেলায় ‘গাইড’দের বিশেষ প্রশিক্ষণের জন্য প্রথম বার উন্নত মানের কোর্স বা পাঠক্রম তৈরির কাজ শুরু করেছে রাজ্যের পর্যটন দফতর। সরকারি সূত্রের খবর, রাজ্যের পর্যটন ক্ষেত্রকে কয়েকটি ভাগে ভাগ করে গাইড তৈরির জন্য বিশেষ পাঠক্রম তৈরি হচ্ছে।

নদী, ঐতিহ্য তথা হেরিটেজ এবং সংস্কৃতি, অ্যাডভেঞ্চার, বন্যপ্রাণ ও ইকো-টুরিজম— আপাতত এই কয়েকটি ক্ষেত্রের জন্য পাঠক্রম তৈরি হচ্ছে। ৯৬ ঘণ্টা বা দু’ সপ্তাহের কোর্সের নতুন পাঠক্রমে ‘উৎকর্ষ বাংলা’র মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

গত সোমবার বিষয়টি নিয়ে কারিগরি শিক্ষা দফতরের অধীনে একটি রাজ্য স্তরের বৈঠকও হয়েছে। তাতে দফতরের সচিব অনুপ আগরওয়াল উপস্থিত ছিলেন। আগামী ৩০ জুনের মধ্যে পাঠক্রমের প্রাথমিক রূপরেখা তৈরি হয়ে যাচ্ছে। সুন্দরবন থেকে চন্দননগর, দার্জিলিং থেকে জলদাপাড়া, আগামী দিনে প্রতিটি ক্ষেত্রে আরও প্রশিক্ষিত গাইডদের কাজের ব্যবস্থা করতে চলেছে পর্যটন দফতর।

প্রশাসনিক সূত্রের খবর, রাজ্য ২৩টি জেলা মিলিয়ে গাইডের প্রশিক্ষণের জন্য ৩০ এপ্রিল পর্যন্ত নতুন করে ৩ হাজার ১৫৪টি নতুন আবেদন জমা পড়েছে। এর বাইরে গাইডের কাজ করেছেন এমন ৩০৮ জন পুরোনো গাইড নতুন করে প্রশিক্ষণের জন্য আবেদন করেছেন। সব চেয়ে বেশি নতুন আবেদন রয়েছে পশ্চিম মেদিনীপুর, মালদহ, নদিয়া, পুরুলিয়ার মতো জেলাগুলি থেকে।

দফতরের আধিকারিকেরা জানান, প্রতি জেলায় ইচ্ছুক প্রার্থীরা জেলা প্রশাসনের কাছে আবেদন করতে পারেন। প্রশাসনের তৈরি তালিকা ধরে ‘উৎকর্ষ বাংলা’র অধীনে প্রশিক্ষণের বন্দোবস্ত করতে শংসাপত্র দেওয়া হবে। সরকারি কোর্সে স্বীকৃত এবং শংসাপত্র পাওয়া গাইডেরা বিভিন্ন পর্যটন কেন্দ্রে কাজ করবেন। এঁদের আলাদা পরিচয়পত্রও থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *