ওরছা কেন যাবেন?

ভ্রমণ অনলাইনডেস্ক: খাজুরাহো এবং গ্বালিয়রের মাঝে কিছুটা দুয়োরানির মতো আচরণ পায় ওরছা। অনেক পর্যটকই খাজুরাহো থেকে সোজা গ্বালিয়র চলে যান। বাদ পড়ে যায় ওরছা। অথচ মধ্যপ্রদেশের একটা বড়ো ইতিহাসই লুকিয়ে আছে এই ওরছায়। ফলে এই শহরকে না দেখলে আপনার ভ্রমণ অসম্পূর্ণ।

বেতোয়ার তীরে ওরছা বুন্দেলাদের রাজধানী ছিল। এখানে রয়েছে বুন্দেলা রাজাদের প্রাসাদ ও কেল্লা। শহরটি প্রতিষ্ঠা করেন বুন্দেলা রাজা রুদ্রপ্রতাপ। ষোড়শ এবং সপ্তদশ খ্রিস্টাব্দের মাঝে এই ওরছা ছিল বুন্দেলা রাজাদের বাসস্থান।

বুন্দেলা রাজাদের মধ্যে রাজা বীর সিংদেও ছিলেন বিখ্যাত। তখন দিল্লির দরবারে সম্রাট জাহাঙ্গীর। রাজা বীর সিং হয়ে ওঠেন ওঁর পরম বন্ধু। বহু যুদ্ধের সঙ্গী হয়ে বীর সিং জাহাঙ্গীরের জন্য বিজয় ছিনিয়ে এনেছিলেন।

কী দেখার আছে ওরছায়

১) ওরছা ফোর্ট। বহুমুখী খিলানযুক্ত সেতু পেরিয়ে প্রাসাদ কমপ্লেক্সে প্রবেশ করতে হয়। মোগলসম্রাট জাহাঙ্গীরের বাসের জন্য রাজা বীর সিং এখানে তৈরি করেছিলেন জাহাঙ্গীর মহল।

(২) মণিমুক্তা-কাচের অলংকরণ শোভিত ষোড়শ শতকের রাজামহল প্রাসাদ।

(৩) সপ্তদশ শতকে গড়া রাই পরভিন মহল।

(৪) রাজামহল ও জাহাঙ্গীরমহলের মাঝে শিশমহল।

(৫) শিশমহল থেকে ১ কিমি দূরে রামরাজা মন্দির। ভারতের একমাত্র এখানেই রামকে রাজা হিসেবে পুজো করা হয়।

(৬) রামরাজা মন্দিরের ডান দিকে দুর্গাকার চতুর্ভুজ মন্দির।

(৭) রামরাজার পাশ দিয়ে মিনিট পনেরোর হাঁটা পথে দুর্গাকার লক্ষ্মীনারায়ণ মন্দির।

(৮) বেতোয়ার তীরে বুন্দেল রাজাদের রয়্যাল ছত্তীশ । গুগলে ওরছার ছবি খুঁজলে সবার প্রথমে যে ছবিগুলো দেখবেন, সেগুলো এই ছত্তীশেরই। এগুলোই ওরছার পরিচয়। ওরছার যত শাসক ছিলেন তাঁদের স্মৃতিসৌধ হল এই ছত্তীশ । সব মিলিয়ে ১৪টি ছত্তীশ আছে বেতোয়া নদীর পাড়ে কাঞ্চনঘাট বরাবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *