‘শাহরুখ ব্যস্ত’, পশ্চিমবঙ্গ পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন এ রাজ্যেরই তারকা

ভ্রমণ অনলাইনডেস্ক: পশ্চিমবঙ্গ পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডরের দায়িত্ব দেবের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্ন সভাগৃহে ‘ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশন’-এর বৈঠকেই অভিনেতা তথা ঘাটালের সাংসদকে ওই দায়িত্ব তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে শাহরুখ খান যে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর থাকছেন, সে কথাও জানিয়েছেন মমতা।

সুত্রের খবর,, রাজনীতি থেকে দূরে সরে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন দেব। ২০২৪ সালে ঘাটাল থেকে তৃতীয় বার প্রার্থী হতে তিনি রাজি হবেন কি না, সেই জল্পনা চলছে। এরই মধ্যে পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডরের দায়িত্ব দেওয়া হল তাঁকে।

বুধবার নবান্ন সভাগৃহের বৈঠকে উপস্থিত ছিলেন দেব। সেই সময় ঘাটালের সাংসদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দেব কিছু বলবে?’’ দেব কিছু বলতে চাননি। এর পরই মমতা প্রস্তাব দেন, ‘‘তুমি বেঙ্গলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে কাজ করবে?’’ মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবে কিছুটা বিস্মিত হয়ে যান দেব।

এর পর মমতা তাঁর উদ্দেশে বলেন, ‘‘আমাদের শাহরুখ আছে। একটা ভিডিও করে দিয়েছিল ও। কিন্তু ও তো খুব ব্যস্ত। সময় পায় না। দেব তুমি বাংলার পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে একটু কাজ করবে।’’ মুখ্যমন্ত্রী এ-ও বলেন, ‘‘শাহরুখ তো থাকলই।’’

মুখ্যমন্ত্রীর প্রস্তাবে রাজি হয়েছেন দেব। পর্যটন নিয়ে দেবকে একটি ভিডিও তৈরির নির্দেশও দিয়েছেন মমতা। এর আগে রাজ্যের পর্যটন নিয়ে এমনই ভিডিও তৈরি করেছিলেন শাহরুখও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *