বসন্তে বরফ পড়ল সান্দাকফুতে, শিলাবৃষ্টিতে তুষারচমক দার্জিলিংয়ে

ভ্রমণ অনলাইনডেস্ক: শীতের মরশুম শেষ, শুরু হয়েছে বসন্ত। ঠিক এই সময়ই বরফের দেখা মিলল পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান সান্দাকফুতে। বুধবার ঘণ্টাখানেকের প্রবল তুষারপাতে সাদা হয়ে গিয়েছে সান্দাকফু, ফালুট, টংলু-সহ একাধিক জায়গা। পাশাপাশি, শিলাবৃষ্টির কারণে দার্জিলিং শহরেও বরফ পড়ার চিত্র।

এ বারের শীতটা গত কয়েক বছরের মধ্যে উষ্ণতম এবং শুষ্ক ছিল। এক দিকে যেমন তাপমাত্রা খুব বেশি নামেনি, তেমনই বৃষ্টিরও পরিস্থিতি তৈরি হয়নি। যার ফলে দার্জিলিং পাহাড়ে এ বারের শীতে বরফ পড়েইনি। হতাশ করেছে সিকিমের আবহাওয়াও। ফেব্রুয়ারির শেষেও সিকিমের উঁচু এলাকাগুলিতে বরফের দেখা মেলেনি।

কিন্তু মার্চ আসতেই বদলে যেতে শুরু করে আবহাওয়া। উল্লেখ্য, শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা এবং সমুদ্র থেকে বয়ে যাওয়া জলীয় বাষ্পের কারণে বুধবার দুপুরের পর দার্জিলিং পাহাড়ে মেঘ জমতে শুরু করে। বিকেলের একটু আগেই শুরু হয়ে যায় দুর্যোগ। সান্দাকফু অঞ্চলে বরফ পড়তে শুরু করে, দার্জিলিংয়ে শিলাবৃষ্টি।

এ বার তাপমাত্রা এমনিতে যা বেড়ে রয়েছে, তাতে দার্জিলিং শহরে বরফ পড়ার কোনো সম্ভাবনা নেই। তবে আগামী দিনগুলিতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *