ভ্রমণ অনলাইনডেস্ক: গোটা পশ্চিমবঙ্গই তাপপ্রবাহের কবলে। দক্ষিণবঙ্গে পারদ একচল্লিশ ছাড়িয়েছে। উত্তরবঙ্গের সমতলেও হাঁসফাঁস অবস্থা। শিলিগুড়ি-জলপাইগুড়িতে পারদ সাঁইত্রিশ-আটত্রিশে চলছে। এই অবস্থায় সাধারণ মানুষ এখন ভিড় জমিয়েছেন দার্জিলিংয়ে।
ম্যালের রাস্তায় ভিড়ে পা রাখার জায়গা নেই। রেস্তোরাঁ, কফি শপগুলিতে সকাল থেকে রাত পর্যন্ত ভিড়। টয় ট্রেনের জয় রাইডও জমজমাট। বিদেশি পর্যটকেরাও টয় ট্রেনে বসে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছেন। জয় রাইড চালিয়ে রেকর্ড আয় করছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। কালিম্পং থেকে কার্শিয়াং বা মিরিকেও আবহাওয়াও একই চলছে।
শৈলশহরে ভিড় এতটাই যে ঘুম থেকে গাড়ির লম্বা লাইন পড়ে যাচ্ছে। দার্জিলিঙের ম্যাল, চৌরাস্তা, চকবাজার, টাইগার হিল, বাতাসিয়া লুপ, দার্জিলিং চিড়িয়াখানায় ভিড়ে পা রাখার জায়গা নেই। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, মূল শহর শুধু নয়, গ্রামীণ এলাকায় হোম স্টেগুলিতেও এখন পর্যটকদের ভিড় রয়েছে।
এ দিকে, যানজটে আটকে চরম নাজেহাল হতে হচ্ছে পর্যটকদের। সকাল থেকেই শহরে ঢোকার আগেই ৫-৬ কিলোমিটার পর্যন্ত গাড়ির লম্বা লাইন। যানজট কমাতে সকাল থেকেই রাস্তায় নামছে দার্জিলিং জেলা পুলিশের ট্র্যাফিক বিভাগ।
সামনেই স্কুলে দীর্ঘ গরমের ছুটি পড়বে। ফলে ভিড় আরও বাড়তে পারে বলে মনে করছেন হোটেল ব্যবসায়ীরা।