জি-২০ সম্মেলনের হাত ধরে নতুন দিগন্ত উত্তরবঙ্গের পর্যটনে, আশা কেন্দ্রের

ভ্রমণ অনলাইনডেস্ক: আগামী মাসের প্রথম তিন দিন শিলিগুড়িতে চলবে জি২০ পর্যটনের ওয়ার্কিং গ্রুপের বৈঠক। উপস্থিত থাকবে জি২০ গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলির পাশাপাশি, অন্তত ১০টি আমন্ত্রিত দেশ, ৪টি আন্তর্জাতিক সংস্থা। এই সম্মেলনের মধ্যে দিয়ে উত্তরবঙ্গের পর্যটনে এক নতুন দিগন্ত খুলে যাবে বলে আশা প্রকাশ করলেন কেন্দ্রীয় পর্যটন সচিব অরবিন্দ সিংহ।

তিনি জানান যে এই সম্মেলনে উত্তরবঙ্গের পর্যটনকে আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরা হবে এবং বিভিন্ন রাষ্ট্রের থেকে এই ক্ষেত্রে আহরণের বড়ো সুযোগ খুলে যাবে। ভারতের তরফে এই সম্মেলনে উপস্থিত বিদেশি প্রতিনিধিদের উপহার হিসেবে দেওয়া হবে কালিম্পং-এর আতর, বাঁকুড়ার ডোকরা, মালদহের রুমাল এবং কাটোয়ার নতুনগ্রামের কাঠের পেঁচা।

সচিবের কথায়, “দার্জিলিংয়ের চা বাগান, ইউনেস্কোর হেরিটেজ তালিকায় থাকা দার্জিলিঙের রেল, অ্যাডভেঞ্চারমূলক পর্যটনের মতো বিষয়গুলিকে বিশ্বের সামনে নিয়ে আসা হবে। অন্য দেশগুলিও এখানে কী ভাবে বিনিয়োগ করতে পারে এবং লাভবান হতে পারে তা নিয়ে প্রতিনিধিদের মতামত শোনা হবে।”

গোটা বিষয়টি থেকে স্থানীয় মানুষ কী ভাবে উপকৃত হতে পারেন সে দিকে নজর রাখছে মন্ত্রক। দার্জিলিঙের মল রো়ডে পর্যটন সংক্রান্ত প্রদর্শনীর ব্যবস্থা করা হবে আগামী ২ থেকে ৫ এপ্রিল। শিলিগুড়ির জি২০ বৈঠকে বিভিন্ন দেশের বিশেষজ্ঞ এবং মন্ত্রকের সরকারি আধিকারিকেরা যোগ দেবেন। এর পর বসবে জি২০-র পর্যটন মন্ত্রকের মন্ত্রী পর্যায়ের বৈঠক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *