আলোয় সেজে উঠেছে এএসআইয়ের হাতে থাকা ১০০টি পর্যটনকেন্দ্র

ভ্রমণ অনলাইনডেস্ক: আলোয় সেজে উঠল ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের (এএসআই) হাতে থাকা ১০০টি পর্যটনকেন্দ্র। প্রত্যেকটিতে জি২০-এর লোগো ভেসে উঠেছে। বৃহস্পতিবার, ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই ব্যবস্থা চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত।

যে যে কেন্দ্রকে আলোয় সাজিয়ে তোলা হয়েছে, সেই তালিকায় রয়েছে পুরানা কিলা, হুমায়ুনের সমাধি, মোধেরার সূর্য মন্দির, কোনারকের সূর্য মন্দির গোয়ার ব্যাসিলিকা অব বম জেসাস, টিপু সুলতানের প্রাসাদ, গোল গম্বুজ, নালন্দা বিশ্ববিদ্যালয়-সহ আরও বেশ কিছু জায়গা।

উল্লেখ্য, আগামী এক বছরের জন্য জি-২০-র সভাপতিত্ব থাকবে ভারতের হাতে। সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এএসআই-এর তরফ থেকে। গত ১৬ নভেম্বর ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে প্রতীকী ভাবে ভারতের হাতে জি-২০-র সভাপতিত্ব তুলে দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার ১ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে ভারতের হাতে সভাপতিত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়।

গত মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি-২০-এর লোগো বা লোগো ও থিমের উন্মোচন করেন। এ বারের জি-২০-এর লোগো হল একটি পদ্ম ফুল ও পৃথিবী। অন্য দিকে, জি-২০ সম্মেলনের এ বারের থিম হল “ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার”। ভারত যে ‘বসুধৈব কুটুম্বকম’ মন্ত্র অনুসরণ করে, তার অনুপ্রেরণাতেই জি-২০-র থিম বেছে নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top