উদ্বোধনের পর আড়াই মাস কেটে গেলেও এখনও খোলেনি গনগনির কটেজ

ভ্রমণ অনলাইনডেস্ক: উদ্বোধনের পরে আড়াই মাস পেরিয়ে গেলেও এখনও খোলেনি গনগনি পর্যটন প্রকল্প। তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে কটেজগুলো।

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর খড়্গপুর থেকে গনগনি পর্যটন প্রকল্পের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার মুখে সে দিন গনগনির সৌন্দর্যায়নের কথা উঠে এসেছিল। তিনি সে দিন বলেছিলেন, ‘‘মেদিনীপুরে গনগনি বলে একটা জায়গা আছে। খুবই সুন্দর। আমরা অল রেডি কটেজ করে দিয়েছি। ডিএম-কে বলেছিলাম যত তাড়াতাড়ি পারা যায় এটা করার জন্য।’’

কিন্তু তার পরে প্রায় আড়াই মাস কেটে গেল। গনগনি পর্যটন প্রকল্পের প্রবেশপথ এখনও বাঁশের বেড়া দিয়ে ঘেরা। প্রকল্পের নবনির্মিত অংশে প্রবেশে ছাড়পত্র নেই। পর্যটকেরা বাঁশের ব্যারিকেডের বাইরে থেকেই ভিতরের ঝাঁ চকচকে কটেজ, নানা রঙের কংক্রিটের ছাতা, নজর মিনার, ফুডকোর্ট দেখছেন।

স্থানীয় এক পর্যটক সংবাদমাধ্যমকে বলেন, ‘‘খবরে শুনেছিলাম গনগনিতে পর্যটন কেন্দ্রের কথা। মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন। তাই শীত পড়তেই সবাই মিলে চলে এসেছি। কিন্তু এসে হতাশ হতে হল। গনগনির সৌন্দর্য দেখতে পেলেও কটেজ, ফুডকোর্ট-সহ নতুন যে সব কাজ হয়েছে তা দেখতে পেলাম না। নজরমিনারেও উঠতে পারলাম না।’’ তাঁদের মতো অনেকেরই ইচ্ছে থাকলেও গনগনিতে রাত্রিযাপন অথবা নানা পদের খাওয়াদাওয়া না করেই ফিরছেন।

জানা গিয়েছে, গনগনিতে দু’টি কটেজ, একটি প্রশাসনিক ভবন, ৯টি কংক্রিটের ছাতা, অনেকগুলি ঘর বিশিষ্ট ফুডকোর্ট, ৪০ ফুটের নজরমিনার করা হয়েছে। বাহারি বাতিস্তম্ভে সাজিয়ে তোলা হয়েছে গনগনির নবনির্মিত অংশ। সেপ্টেম্বরে উদ্বোধনের পরে অনেকেই ভেবেছিলেন এ বারে শীতের মরসুমের শুরু থেকেই গনগনি পর্যটন প্রকল্প পুরোদমে চালু হয়ে যাবে। কিন্তু কোথায় কি! হতাশ পর্যটকেরা।

কবে চালু হবে গনগনির পর্যটন প্রকল্প? স্থানীয় বিধায়ক উত্তরা সিংহের দাবি, ‘‘এই জায়গা দ্রুত পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। পর্যটকেরা তখন সুন্দর ভাবে সাজানো কটেজ, ফুডকোর্ট, নজরমিনার ঘুরে দেখতে পারবেন।’’ জেলাশাসক আয়েষা রানি বলেন, ‘‘পর্যটন দফতর খুব তাড়াতাড়ি আমাদের জানিয়ে দেবে। তার পরই সব ব্যবস্থা ঠিক হয়ে যাবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *