তৈরি হচ্ছে কটেজ, নতুন করে সেজে উঠছে গড়মন্দারণ

ভ্রমণ অনলাইনডেস্ক: নতুন করে সেজে উঠছে হুগলি জেলার গড়মন্দারণ। পর্যটকদের রাত্রিবাসের জন্য চারটি কটেজ নির্মাণ শেষের পথে। লক্ষ্মীজলার উপর সুদৃশ্য কাঠের সেতু তৈরি হয়েছে। পর্যটক-ছাউনি নির্মাণের কাজও শেষ।

শ্রীরামকৃষ্ণের জন্মস্থান কামারপুকর থেকে ৩ কিলোমিটার দূরে গড়মান্দারণ পর্যটন কেন্দ্রে এই শীতে পর্যটকদের ভিড় আরও বাড়বে বলে আশাবাদী জেলা পরিষদের সভাধিপতি মেহবুব রহমান। সংবাদমাধ্যমকে তিনি বলেন, এই ডিসেম্বর মাসেই সৌন্দর্যায়নের প্রথম দফার কাজ সম্পূর্ণ করে আরও আকর্ষণীয় করে তোলা হবে ওই পর্যটন কেন্দ্রকে।

এলাকাবাসীর তরফে বেহাল পড়ে থাকা ওই পর্যটন কেন্দ্র সাজানোর দাবি ছিল দীর্ঘদিনের। কয়েক দফা পরিদর্শনের পরে গত বছরের শেষ দিকে সেই কাজ শুরু হয় জেলা পরিষদ এবং জেলা প্রশাসনের উদ্যোগে। প্রথম দফার কাজে ১ কোটি ৭০ লক্ষ টাকা বরাদ্দ হয়।

এখন যে সব কাজ চলছে, তার মধ্যে রয়েছে — কেন্দ্রের মূল ফটক থেকে প্রায় ২০০ একর এলাকায় রাস্তা নির্মাণ, আরও বেশি হাইমাস্ট আলো বসানো, চত্বর জুড়ে সাউন্ড সিস্টেম ইত্যাদি। এ ছাড়া, মূল ফটক, টিকিট কাউন্টার এবং অফিসঘর সংস্কার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *