ভ্রমণ অনলাইনডেস্ক: লেহ থেকে মানালি পর্যন্ত সব থেকে কম সময়ে হেঁটে গিনিস বইয়ে নাম তুললেন নাসিকের চিকিৎসক মহেন্দ্র মহাজন। রেকর্ড তৈরির চার মাস পর তাঁর এই কীর্তি এই বইয়ে স্থান পেয়েছে।
গত জুলাইয়ে লেহ থেকে মানালি পায়ে হেঁটে পাড়ি দিয়েছিলেন মহাজন। ৪২৮ কিলোমিটার রাস্তা তাঁর পাড়ি দিতে সময় লেগেছিল মাত্র ৪ দিন এবং ২১ ঘণ্টা। যদিও রেকর্ড বইয়ে নাম তোলার জন্য তাঁকে সময় দেওয়া হয়েছিল ৮ দিন। ফলে সময়ের তিন দিন আগেই নিজের লক্ষ্যমাত্রা পূরণ করে ফেলেন মহাজন।
এর আগে এই রেকর্ডটা ছিল সিফিয়া খানের নামে। তাঁর সময় লেগেছিল ৬ দিন ১২ ঘণ্টা। তবে সিফিয়া যখন এই পথ পাড়ি দিয়েছিলেন, তখন অটল টানেল তৈরি হয়নি। তাঁকে পাড়ি দিতে হয়েছিল ৪৮০ কিলোমিটার পথ। ফলে সিফিয়ার রেকর্ড ভেঙে গেলেও তাঁর কৃতিত্বও কম কিছু ছিল না।
এই পদযাত্রার ব্যাপারে বলতে গিয়ে সেনাকর্মীদের প্রশংসায় ভরিয়ে দেন মহাজন। তাঁকে গোটা রাস্তায় ভীষণ ভাবে উৎসাহিত করা হয়েছিল বলে জানান তিনি। যদিও অটল টানেল দিয়ে হাঁটার সময় বেশ কিছুটা সময় তিনি নষ্ট করেছিলেন বলেও জানান মহাজন।