ভ্রমণ অনলাইনডেস্ক: পর্যটকদের সুবিধার্থে এ বার বিশেষ ব্যবস্থার পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গ সরকার। একটা টিকিটেই যাতে কলকাতার সব পর্যটন কেন্দ্র ঘোরা যায়, সে কারণে ‘সিঙ্গল এন্ট্রি পাস’ ব্যবস্থা চালু করার ভাবনাচিন্তা চলছে।
ভিক্টোরিয়া মেমোরিয়াল, জাদুঘর, আলিপুর চিড়িয়াখানা, নিকো পার্ক, সায়েন্স সিটি-সহ শহরের অন্তত তিরিশটি পর্যটন কেন্দ্রকে এই এক টিকিটের আওতায় নিয়ে আসা হবে। এর ফলে টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে পর্যটকদের সময় নষ্ট আর হবে না।
বিষয়টাকে বাস্তবায়িত করার পরিকল্পনা চলছে। মনে করা হচ্ছে একটি অ্যাপ চালু করা হবে। সেই অ্যাপের মধ্যে দিয়ে অনলাইনেই টিকিট কেটে নিতে পারবেন পর্যটকরা।
মনে করা হচ্ছে এই ব্যবস্থার মধ্যে দিয়ে পর্যটকরা অনেকটাই স্বাচ্ছন্দ্য পাবেন এবং এই ব্যবস্থা কলকাতার পর্যটনে একটা নতুন দিগন্ত খুলে দিতে পারে। আরও বেশি পর্যটক কলকাতাকে চেনার উদ্দেশ্যে শহরে পা বাড়াতে পারেন, এমনই আশা রাজ্য সরকারের।