ভ্রমণ অনলাইনডেস্ক: দক্ষিণ ভারত মানে কি শুধুই মন্দির এবং পুরোনো সাম্রাজ্যের ধ্বংসাবশেষ। আজ্ঞে না। এ ছাড়াও অনেক কিছুই দক্ষিণ ভারত দিয়েছে ভ্রমণপ্রিয় মানুষদের জন্য। এর মধ্যে অন্যতম হল একাধিক অভয়ারণ্য।
পশ্চিম ঘাট ও পূর্বঘাট পর্বতমালা এবং উপকূলীয় অঞ্চল এক সঙ্গে থাকার ফলে হরেক রকমের উদ্ভিদ এবং প্রাণীর দেখা মেলে এই অঞ্চলে। আসুন একবার দেখে নিই দক্ষিণ ভারত ভ্রমণকালে কোন কোন অভয়ারণ্য আপনি দেখতে পারবেন?
১) পেরিয়ার জাতীয় উদ্যান ও ব্যাঘ্র প্রকল্প
কেরলের এই অভয়ারণ্যের প্রধান বাসিন্দা হাতি। এ ছাড়াও এখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, সাদা বাঘ, গাউর, সম্ভর এবং আরও অনেক প্রজাতির প্রাণী। পেরিয়ার লেকে ঘণ্টা দুয়েকের সাফারিতে নজরে পড়বে অভয়ারণ্যের প্রাণীকুল।
২) বন্দিপুর-মুদুমালাই-মুথাঙ্গা
জঙ্গল একটাই। কিন্তু তিনটে রাজ্যে তিনটে নামে পরিচিত। কর্নাটক, তামিলনাড়ু এবং কেরল সীমান্তে অবস্থিত এই বিশাল জঙ্গল। কর্নাটকের অংশে এর নাম বন্দিপুর জাতীয় উদ্যান, তামিলনাড়ু অংশে এর নাম মুদুমালাই এবং কেরলের অংশে এর নাম মুথাঙ্গা তথা লোয়ার ওয়েনাড় জাতীয় উদ্যান।
গোটা জঙ্গলের প্রধান বাসিন্দা হল হাতি। তবে বন্দিপুরে আলাদা করে ব্যাঘ্র প্রকল্প রয়েছে, যেখানে রয়্যাল বেঙ্গলেরও দেখা মেলে।
৩) সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান
অত্যন্ত ভঙ্গুর গ্রীস্মকালীন চিরহরিৎ বনভূমির একটি অনন্য নিদর্শন কেরলের এই জাতীয় উদ্যান। এমন অনেক ধরনের উদ্ভিদ এবং প্রাণীকে এখানে দেখা যায়, যাদের মধ্যে কতকগুলি বিশ্বের অন্য কোথাও পাওয়া যায় না।
৪) এরাভিকুলম জাতীয় উদ্যান
নীলগিরি থরের জন্য এই কেরলের মুন্নারের কাছে এরাভিকুলাম জাতীয় উদ্যান। এরা হল ভেড়া আর ছাগলের মিশ্রণ। পাহাড়ি পথ বেয়ে হাঁটতে হাঁটতেই থরে থরে থর ঘিরে ধরে পর্যটকদের। ভীষণ আদুরে এই প্রাণীগুলো।
৫) মান্নার উপসাগর সামুদ্রিক জাতীয় উদ্যান
তামিলনাড়ুতে ২১টা দ্বীপ নিয়ে গঠিত সামুদ্রিক জাতীয় উদ্যান। বিশেষ অনুমতি ছাড়া এখানে প্রবেশ করতে দেওয়া হয় না। রামেশ্বরম থেকে নৌকা নিয়ে এই দ্বীপগুলো ঘুরতে হয়। সামুদ্রিক প্রাণীজগতের সঙ্গে পরিচিত হওয়া যাবে এই নৌকাবিহারের মধ্যে দিয়ে।
৬) নাগারহোল জাতীয় উদ্যান
কর্নাটকের কুর্গে অবস্থিত এই জাতীয় উদ্যানটি। বাঘ, হাতি, গাউর, চিতাবাঘ, হায়নার দেখা মেলে এখানে।