ভ্রমণ অনলাইনডেস্ক: উত্তরপ্রদেশের বারাণসীর মতো কলকাতাতেও এ বার গঙ্গাবক্ষে লঞ্চে বসেই গঙ্গা-আরতি দর্শনের সুযোগ মিলতে চলেছে। এ জন্যে নতুন লঞ্চ পরিষেবা চালু করতে চলেছে রাজ্য পর্যটন দফতর। নবান্ন সূত্রের খবর, সম্প্রতি কলকাতার গঙ্গার ঘাটে যে গঙ্গারতি চালু হয়েছে, সেটাকে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী গঙ্গা-আরতির সময়ে নদীবক্ষে একটি লঞ্চ রাখা থাকবে। সেখান থেকে দেখা যাবে আরতি।
পর্যটন দফতরের আধিকারিকরা জানাচ্ছেন, লঞ্চ থেকে আরতি দেখার জন্যে খুব সামান্য ভাড়াই গুণতে হবে। আরতি শুরু হওয়ার আগে নির্ধারিত সময়ে ফেরিঘাট থেকে দর্শনার্থীদের লঞ্চে তোলা হবে। আরতি শেষে ফেরিঘাটে পৌঁছে দেওয়া হবে। দর্শনার্থীদের সুবিধার্থে অদূর ভবিষ্যতে অনলাইনে টিকিটের ব্যবস্থাও হবে। চা-স্ন্যাক্সসের সুবিধা মিলবে। যদিও সবটাই রয়েছে পরিকল্পনার স্তরে। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
লঞ্চ থেকে আরতি দেখতে কেমন লাগবে, তার ‘ট্রায়াল রান’ তথা পরীক্ষামূলক পদক্ষেপও হয়েছে। পর্যটন দফতরের সূত্রে খবর, বাজেকদমতলা ঘাটে যেখানে আরতি হয়, সেখানে ‘হাইমাস্ট’ বাতিস্তম্ভ থাকায় লঞ্চ থেকে আরতি দেখতে অসুবিধা হচ্ছে। তাই সেই আলো বন্ধ করতে বলা হয়েছে। যে অস্থায়ী লোহার স্ট্যান্ডের উপর দাঁড়িয়ে আরতি করা হয়, সেখানে এলইডি আলো ব্যবহারের ফলেও দূর থেকে দেখায় সমস্যা হচ্ছে। সে-সব বদলে নতুন আলো লাগানো হবে।