রেকর্ড! মাত্র ৬৮ দিনেই শ্রীনগর-লেহ জাতীয় সড়ক গাড়ি চলাচলের জন্য খুলে গেল

ভ্রমণ অনলাইনডেস্ক: রেকর্ড সময় চালু হয়ে গেল শ্রীনগর-লেহ জাতীয় সড়ক। মাত্র ৬৮ দিনেই খুলে দেওয়া হল এই সড়কটি। গত ৬ জানুয়ারি থেকে বন্ধ থাকার পর শুক্রবারই খুলে দেওয়া হয়েছে এই সড়ক।

শ্রীনগর-লেহর মধ্যে সমুদ্রতল থেকে ১১ হাজার ৬৫০ ফুট উচ্চতায় অবস্থিত জোজিলা পাস। তুষারপাতের কারণে রাস্তা বন্ধ রাখা হয়। মার্চের শুরু থেকে বরফ কেটে রাস্তা বের করার কাজ শুরু হয়। সেই কাজ ঠিকঠাক ভাবে হওয়ায় শুক্রবার এই রাস্তায় গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

আগেকার দিনে শীতে শ্রীনগর-লেহ সড়ক ৬ মাসের জন্য বন্ধ থাকত। কিন্তু বর্তমানে সেই সময় কমিয়ে আনার সব রকম চেষ্টা করা হচ্ছে সেনার তরফে। সেই মতোই এ বার রেকর্ড সময় এই রাস্তা খুলে গেল।

শ্রীনগর-লেহ সড়কটি খুলে যাওয়ার ফলে এ বছর কিছুটা আগেই লাদাখে পর্যটনের জোয়ার আসতে পারে বলে মনে করছে প্রশাসন। বর্তমানে লেহর সঙ্গে বাকি ভারতের যোগাযোগ বজায় রাখার একমাত্র সড়ক এটিই। কারণ লেহ-মানালি সড়কটি এখনও বন্ধ রয়েছে। সেটি কবে খুলবে জানা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *