অযোধ্যার রামমন্দিরের নির্মীয়মাণ গর্ভগৃহের ছবি প্রকাশ্যে

ভ্রমণ অনলাইনডেস্ক: ২০২৪ সালের ১ জানুয়ারি বহু প্রতীক্ষিত অযোধ্যার রামমন্দির জনসাধারণের জন্য খুলে যাওয়ার কথা। সেই জন্যই মন্দিরের কাজ এখন চলছে জোরকদমে। এ বার সামনে এল মন্দিরের নির্মীয়মাণ গর্ভগৃহের ছবি। শেয়ার করেছেন রাম মন্দির ট্রাস্টের মহাসচিব চম্পত রাই।

যে ছবিটি শেয়ার করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে গর্ভগৃহের বর্তমান পরিস্থিতি। এখনও বসেনি ছাদ। নির্মাণ শ্রমিকরা কাজে মগ্ন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ছবিটি। ওই গর্ভগৃহেই প্রতিষ্ঠিত হবে রামলালার মূর্তিটি। জানা গিয়েছে, গর্ভগৃহের কাজ শেষ হতে হতে সেপ্টেম্বর মাস। এ দিকে মন্দিরের বাকি অংশের কাজের অর্ধেকই সম্পন্ন হয়ে গিয়েছে।

উল্লেখ্য, রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট জানিয়েছিল, ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে রাম মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ হবে। ২০২৪ সালের জানুয়ারিতে মকর সংক্রান্তির সময় রামলালার মূর্তি স্থাপন করা হবে মন্দিরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *