ভ্রমণ অনলাইনডেস্ক: রাজস্থানের সাংস্কৃতিক জগতে একটা বড়ো জায়গা করে রেখেছে মেওয়ার উৎসব। এ বছর এই উৎসব উদয়পুরে আয়োজিত হতে চলেছে ২৪ থেকে ২৬ মার্চ।
বসন্তের আগমন উদযাপন করা হয় এই উৎসবের মধ্যে দিয়ে। উৎসব চলাকালীন গোটা উদয়পুর শহরে যেন রঙের খেলা শুরু হয়। বাসিন্দারা তাঁদের বাড়ির সামনে রঙ্গোলি করেন। বাইরে বেরোনোর সময় রঙবেরঙের জামাকাপড় পড়েন।
উৎসবের কয়েক সপ্তাহ আগেই হোলিকা দহন হয়। অর্থাৎ হোলির আগের দিনের ন্যাড়া পোড়া হয়ে যায়। তার ছাই সংগ্রহ করেই এই উৎসবের সূচনা হয়। মহাদেব এবং পার্বতীর পুজো করা হয় এই উৎসবে। রঙবেরঙের পোশাকে শিব এবং পার্বতীর মূর্তিকে সাজিয়ে তোলেন মহিলারা।
The Mewar Festival is nothing less than a visual treat where one may observe Rajasthani customs and traditions along with folk music & dances, traditional processions, fireworks and much more.
— Rajasthan Tourism (@my_rajasthan) March 15, 2023
Date: 24th to 26th March 2023
Location: Udaipur#FeelTheFestiveVibes #mewar
(1/2) pic.twitter.com/XTYQz41v0D
পাশাপাশি সাংস্কৃতিক অনেক অনুষ্ঠানও চলতে থাকে এই সময়ে। কালবেলিয়া এবং ঘুমরের মতো লোকনৃত্য পরিবেশন করা হয় এই সময়। উৎসবের দিনগুলোতে এই উৎসবকে নিয়েই মেতে থাকেন স্থানীয়রা।
মেওয়ার অঞ্চলের ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে উপভোগ করার সেরা সময় হল এই মেওয়ার উৎসব। এই অঞ্চলটাই গোটা উৎসবে জ্বলন্ত হয়ে ওঠে। বেড়ানোর সেরা সময়ও এখনই। তাই সুযোগ যদি থাকে, হাতছাড়া করবেন না। ২৪ থেকে ২৬ মার্চের মধ্যে ঘুরে আসুন উদয়পুর।