জেলা প্রশাসন, বন ও পর্যটন দফতরের উদ্যোগে আয়োজিত হচ্ছে ভিতরকণিকা মহোৎসব

ভিতরকণিকা ন্যাশনাল পার্ককে আরও জনপ্রিয় করার জন্য এ বছর ভিতরকণিকা মহোৎসবের আয়োজন করা হচ্ছে। ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ‘রামসর সাইট’ ভিতরকণিকাকে এই উৎসব এ বারই প্রথম উদযাপিত হচ্ছে। এই উৎসব চলবে মার্চের ১০ তারিখ (শুক্রবার) থেকে ১২ তারিখ (রবিবার) পর্যন্ত।

জাতীয় উদ্যানের ঠিক বাইরে নলিতাপতিয়া গ্রামে এই উৎসবের আয়োজন করা হয়েছে। এই গ্রামটি জাতীয় উদ্যান থেকে মাত্র ৬ কিমি দূরে। ওড়িশার বন দফতর, পর্যটন দফতর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে।

ভিতরকণিকা ন্যাশনাল পার্ক

ওড়িশার কেন্দ্রাপড়া জেলায় অবস্থিত ভিতরকণিকা ন্যাশনাল পার্ক তথা জাতীয় উদ্যান ভারতের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ অরণ্য। অসংখ্য নদী, খাঁড়ি আর মোহনার সমষ্টি এই জাতীয় উদ্যান মূলত একটি জলাভূমি। ২০০২ সালে একে ‘রামসর সাইট’ হিসাবে ঘোষণা করা হয়।

৬৭২ বর্গ কিমি আয়তন বিশিষ্ট এই ন্যাশনাল পার্ক ভিতরকণিকা বন্যপ্রাণী অভয়ারণ্যের অংশ। এই জাতীয় উদ্যানে নোনা জলের কুমির, ইন্ডিয়ান পাইথন (অজগর সাপ), কিং কোবরা (গোখরো সাপ) এবং ২১৫ রকমের স্থানীয় ও পরিযায়ী পাখির আবাসভূমি।

চলুন গহিরমাথা

ভিতরকণিকা ন্যাশনাল পার্ক আর বন্যপ্রাণী অভয়ারণ্য ঘুরতে গেলে সেখান থেকে একটু অন্য পথে চলুন। বেশি দূর নয়, ন্যাশনাল পার্ক থেকে ৩৫ কিমি দূরে গহিরমাথায়। সমুদ্রসৈকত ও সামুদ্রিক প্রাণীর অভয়ারণ্যের (মেরিন স্যাঙ্কচুয়ারি) জন্য বিখ্যাত গহিরমাথা। এই গহিরমাথাতেই বাসা বাঁধে অলিভ রিডলে কচ্ছপরা।

প্রতি বছর নভেম্বর-ডিসেম্বর নাগাদ ওড়িশার গহিরমাথা ও রুশিকুল্যা মোহনায় দলে দলে অলিভ রিডল জাতীয় কচ্ছপরা আসে, বাসা বাঁধে, ডিম পাড়ে এবং ডিম ফুটিয়ে বাচ্চা কিছুটা বড়ো করে মার্চ-এপ্রিল নাগাদ চলে যায়। সুতরাং ভিতরকণিকা গেলে গহিরমাথা যেতে ভুলবেন না।         

ছবি: সৌজন্যে odisha tourism, odishavisit.com ও www.bhitarkanika.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *