বিজয়নগর সাম্রাজ্যকে চিনতে ঘুরে আসুন হাম্পি উৎসবে, জানুয়ারির শেষে

ভ্রমণ অনলাইনডেস্ক: বিজয়নগর সাম্রাজ্যের ইতিহাসের সঙ্গে পরিচিত হতে হলে আপনাকে যেতে হবে কর্নাটকের হাম্পি। সেই হাম্পি ভ্রমণ আরও বেশি করে উপভোগ্য হতে পারে যদি আসন্ন হাম্পি উৎসব চলাকালীন সেখানে ভ্রমণ করতে যান।

প্রথমে হাম্পির একটা সংক্ষিপ্ত পরিচয় দিই। শহরটি ছিল ১৪ শতকে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী। ১৫৬৫ সালে টালিকোটার যুদ্ধে হেরে গিয়ে বিজয়নগরের সর্বশেষ হিন্দু সাম্রাজ্যের পতন হয়। তার পর সম্মিলিত মুসলিম শক্তি এই হাম্পি দখল করে।

হাম্পি দখল করার পর সেখানকার মনোমুগ্ধকর স্থাপত্যগুলির ওপরে অবাধে ধ্বংসলীলা চালানো হয়। অসংখ্য স্থাপত্যের বাসস্থান এই হাম্পি শহর, যার মধ্যে রয়েছে; মন্দির, রাজপ্রাসাদ, আবাসন, দুর্গ, মণ্ডপ, স্তম্ভ, স্মৃতিসৌধ ও জলস্থাপত্য ইত্যাদি।

ধ্বংস হয়ে গেলেও হাম্পি এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। প্রতি বছর অসংখ্য পর্যটক আসেন এই হাম্পিকে দেখতে। এ হেন হাম্পিতেই ২৭ থেকে ২৯ জানুয়ারি উৎসব হবে। প্রথমে পরিকল্পনা ছিল ৭-৮ জানুয়ারি এই উৎসব হবে। কিন্তু পরে তা আরও কুড়ি দিন পিছিয়ে দেওয়া হয়।

তাৎপর্যের বিষয় হল এটি নতুন কোনো উৎসব নয়। বরং, ভারতীয় সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ একটা উৎসব এই হাম্পি উৎসব। বিজয়নগর সাম্রাজ্যের সময় থেকেই এই উৎসব আয়োজিত হয়ে আসছে। বিরূপাক্ষ মন্দির-সহ হাম্পির তিনটে জায়গায় এই উৎসব পালন করা হবে।

উৎসবের দিনগুলিতে হাম্পির স্থাপত্যগুলিকে আলোয় সাজিয়ে তোলা হবে। ঘুড়ি উৎসব হবে, হাতি মিছিল হবে। পাশাপাশি দেশের বিখ্যাত সংগীত এবং নৃত্যশিল্পীরা তিন দিনব্যাপী এই উৎসবে নিজেদের পারফরম্যান্স করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *