হুগলির সবুজদ্বীপে এখন রাত কাটানোর সুযোগ, পর্যটন উন্নয়ন নিগমের রিসর্ট চালু

ভ্রমণ অনলাইনডেস্ক: সবুজে ঘেরা দ্বীপ নিয়ে আশ্বাস ছিল অনেক। তাই স্বপ্নও তৈরি হয়েছিল। শুরু হয়েছিল পর্যটন কেন্দ্র গড়ে তোলার কাজ। কিন্তু বছর পাঁচেক আগে সেই কাজ থমকে যাওয়ায় হতাশ হতে হয়েছিল ভ্রমণপ্রিয় মানুষদের।

গঙ্গার উপর সবুজ দ্বীপকে একটি ইকো ট্যুরিজিম কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা দীর্ঘদিন ধরেই করছিল রাজ্য সরকার। সেই মতো কটেজও তৈরি করা হচ্ছিল। কিন্তু বিভিন্ন কারণে সেই কাজ থমকে গিয়েছিল। অবশেষে সেই কাজ শেষ হয়েছে। কিছু দিন আগেই খুলে গিয়েছে ‘সবুজদ্বীপ ট্যুরিজ্‌ম প্রপার্টি’।

উল্লেখ্য, ৯০ দশকের প্রথম দিকে হুগলির বলাগড়ে গঙ্গার উপর ওই দ্বীপটি জেগে ওঠে। প্রচুর গাছপালায় ভরা সবুজ ওই দ্বীপকে ঘিরে প্রথম থেকেই ভ্রমণপিপাসুদের আগ্রহ ছিল। তবে প্রথম দিকে জেলা পরিষদের উদ্যোগে সেখানে অস্থায়ী ভাবে ঘোরা এবং বনভোজনের ব্যবস্থা করা হয়। তখন দ্বীপ শুধু শীতকালেই খুলে দেওয়া হত। গঙ্গায় ফেরিও থাকত শুধু শীতকালে। বছরের অন্য সময় মানুষের পা পড়ত না।

কিন্তু এখন সারা বছরই মানুষজন বেড়াতে যান। আর ‘ট্যুরিজম প্রপার্টি’ খুলে যাওয়ায় মানুষের আনাগোনা যে বাড়বে তা বলাই বাহুল্য। এই রিসর্টে আপাতত তিনটে এসি সাধারণ দ্বিশয্যা ঘর রয়েছে। এই ঘরগুলির ভাড়া ২১০০ টাকা করে। এ ছাড়া রয়েছে এসি ভিআইপি স্যুট। তার ভাড়া ৩০০০ টাকা।

রিসর্টটি আপনারা অনলাইনে বুকিং করতে পারবেন। বুক করার জন্য লগইন করতে পারেন পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের ওয়েবসাইট wbtdcl.wbtourismgov.in-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *