পাহাড়ে হোমস্টে সংক্রান্ত অ্যাপ চালু করছে জিটিএ

ভ্রমণ অনলাইনডেস্ক: পাহাড়ের নিরিবিলি সৌন্দর্য্যের স্বাদ নিতে হোমস্টের জুড়ি মেলা ভার। অনেকেই বিলাসবহুল হোটেল ছেড়ে প্রত্যন্ত পাহাড়ি গ্রামের কোণায় সুসজ্জিত হোমস্টে গুলোকেই বেছে নিচ্ছেন উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে।

এবার হোমস্টের সমস্ত তথ্য বাড়িতে বসে পেয়ে যাবেন একটি অ্যাপ থেকেই। পর্যটকদের সুবিধার্থে পাহাড়ের সমস্ত হোমস্টের তথ্য নিয়ে মোবাইল অ্যাপ আনতে চলেছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)।

বেশ কয়েক বছর যাবৎ দার্জিলিং, কালিম্পং, কর্শিয়াং থেকে শুরু করে সান্দকফু, লাভা, লোলেগাওঁ-সহ একাধিক জায়গায় হোমস্টে-নির্ভর পর্যটন গড়ে উঠেছে। পরিসংখ্যান বলছে, দার্জিলিং-এই রয়েছে প্রায় ১০৭০টি হোমস্টে। একদিকে, পাহাড়ি মানুষের কিছুটা আর্থিক সংস্থান, অন্যদিকে সস্তায় মাথা গোঁজার ঠাঁই খুঁজে নিতে পেরে খুশি পর্যটকরা।

ইতিমধ্যেই হোমস্টে-নির্ভর পর্যটনের বিষয়টি নিয়ে মাথা ঘামাতে শুরু করেছে রাজ্যের পর্যটন বিভাগ। এর মধ্যেই সব হোমস্টেকে এক ছাদের তলায় এনে মোবাইল অ্যাপ্লিকেশন বানানোর ব্যবস্থা করল জিটিএ। হোমস্টে সংক্রান্ত যাবতীয় তথ্য এই অ্যাপে তুলে ধরা হবে। বাড়িতে বসেই আপনি উত্তরবঙ্গে যে কোনো কোণার ছোট্ট মিষ্টি গ্রামের হোমস্টের খোঁজ পেয়ে যাবেন।

সমস্ত হোমস্টেকেই জিটিএর অধীনে রেজিস্ট্রেশন করানো হবে বলে জানা গিয়েছে। এর পর সবার তথ্য এক জায়গায় করে মোবাইল অ্যাপ আপলোড করা হবে। হোমস্টের নাম, ঠিকানা, যোগাযোগ নম্বর সহ একাধিক তথ্য ওই অ্যাপ থেকে পেয়ে যাবেন পর্যটকরা।

এই মোবাইল অ্যাপটি প্লে স্টোর দেওয়া হবে, যাতে সমস্ত পর্যটক যে কোনো প্রান্ত থেকে বসে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তাঁদের প্রয়োজনীয় তথ্য পেয়ে যেতে পারেন। পুজোর আগেই যাতে এই অ্যাপ চালু করা যায়, সেরকম লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেইমতো জোরকদমে অ্যাপ তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *