ভ্রমণ অনলাইনডেস্ক: কাশ্মীরের অন্যতম আকর্ষণের বস্তুটি হল ডাল লেকের হাউসবোট। কাশ্মীর বেড়াতে গিয়ে অন্তত একটা রাত পর্যটকরা হাউসবোটে থাকবেন না, এটা হতেই পারে না। তবে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে সেই হাউসবোটগুলির এখন করুণ অবস্থা। সংস্কারের দরকার।
অবশেষে সেই সংস্কারের সিদ্ধান্তই নিল কাশ্মীর সরকার। একশো বছরেরও পুরোনো এই হাউসবোটগুলিকে নতুন রূপ দেওয়ার জন্য দক্ষ কারিগরদের নিযুক্ত করা হবে। তারা অত্যন্ত নিখুঁত ভাবে সংস্কারের কাজটি পরিচালনা করবেন। নতুন এই উদ্যোগে পর্যটক, পর্যটন ব্যবসায়ী এবং হাউসবোটের মালিকরা স্বস্তিতে। তাঁদের আশা, এর ফলে পর্যটকদের আগমন আরও বাড়বে।
উল্লেখ্য, এই হাউসবোটে রাত্রিবাস করা একটা অনন্য অভিজ্ঞতা। বোটগুলোর ভিতরে চমৎকার সাজসজ্জা, ঐতিহ্যবাহী কার্পেট এবং চমৎকার নিদর্শনগুলো আপনাকে মুগ্ধ করবে। এই হাউসবোটগুলো আপনাকে খাঁটি কাশ্মীরি জীবনের অভিজ্ঞতা দেবে।
পর্যটন ব্যবসায়ীদের আশা, হাউসবোটগুলি সংস্কার হলে শুধুমাত্র পর্যটকদের আগমন বাড়বে এমনই নয়, পাশাপাশি সিনেমার শুটিংও বাড়তে পারে।