পুজোর বুকিং চলছে, ছোট্ট ছুটিতে ঘুরে আসুন শিউলিবনা

ভ্রমণ অনলাইনডেস্ক: শুশুনিয়া পাহাড়ের উত্তরপূর্ব ঢালে যে গভীর জঙ্গল, তারই পাদদেশে এক আদিম আদিবাসী গ্রাম শিউলিবনা। গ্রাম থেকেও কিছুটা দূরে দূরে একদম জঙ্গলের গা ঘেঁষে গড়ে উঠেছে ছোট্ট ছুটির নতুন ঠিকানা শিউলিবনা উইকএন্ড স্টে।

শিউলিবনা উইকএন্ড স্টে-র প্রাঙ্গণ পেরোলেই জঙ্গল শুরু। রাতের অন্ধকারে সজারু, খরগোশের আনাগোনা হয় রিসর্টের চৌহদ্দিতেই। নাম-না-জানা হরেক রকমের পাখি ডাক দিয়ে যায়। এখানে দুটো, কি তিনটে রাত কাটাতে দারুণ লাগবে।

রিসর্ট থেকে বেরিয়ে পায়ে পায়ে জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে পৌঁছে যাওয়া যায় পাহাড়ের একদম পাদদেশে। তার পর বেশ কিছুটা চড়াই ভেঙে পৌঁছে যেতে পারেন এক গহন অঞ্চলে, যেখানে সযত্নে রয়েছে প্রাচীন কিছু শিলালিপি। এগুলো রাজা চন্দ্রবর্মার আমলের। গা ছমছমে এক অনুভূতির মধ্যে দিয়ে এই ট্রেকটা করতে আপনার দারুণ লাগবে।

শিউলিবনায় তিনটে দিন রাত্রিবাস করলে কী ভাবে সময়টা কাটাবেন, তার একটা ছক দিয়ে দিল ভ্রমণ অনলাইন:

প্রথম দিন: প্রথম দিন মধ্যাহ্নভোজনের আগে রিসর্টে পৌঁছে যান। দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়ুন লোকাল সাইটসিয়িংয়ে। ঘুরে নিন শুশুনিয়া ধারা, শুশুনিয়া পাথরের গ্রাম, গাংদুয়া জলাধার, কোরো পাহাড়, কাপিষ্ঠা আশ্রম, পার্বতী মন্দির।

দ্বিতীয় দিন: সকালে সেই ট্রেকটা করে শুশুনিয়া পাহাড়ে উঠুন। দেখে নিন চন্দ্রবর্মার শিলালিপি। মধ্যাহ্নভোজনের পর ঘুরে নিন বিহারিনাথ, গড়পঞ্চকোট এবং বড়োন্তি। দিন শেষ হোক বড়োন্তিতে সূর্যাস্তের মধ্যে দিয়ে।

তৃতীয় দিন: প্রাতরাশ করে বেরিয়ে পড়ুন। সারা দিনের সফরে ঘুরে নিন মুকুটমণিপুর, সুতানের জঙ্গল, চণ্ডীদাসের জন্মভিটে এবং ছাতনা রানিমার বাড়ি। বিকেলে ফিরে আসুন রিসর্টে।

চতুর্থ দিন: প্রাতরাশ করে চেক আউট করুন। চলে যান বিষ্ণুপুর। সারা দিন বিষ্ণুপুর ঘুরে বিকেলে ট্রেন ধরে কলকাতা ফিরুন।

কী ভাবে যাবেন

শিউলিবনা দু’ভাবে যাওয়া যেতে পারে – বাঁকুড়া অথবা বানিগঞ্জ দিয়ে।

১) ১২৮৮৩ সাঁতরাগাছি-পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস প্রতিদিন সকাল ৬:২৫-এ সাঁতরাগাছি থেকে ছেড়ে বাঁকুড়া পৌঁছোয় সকাল ৯:৫৫-তে।

২) সাঁতরাগাছি থেকে ট্রেন ধরার অসুবিধা হলে রানিগঞ্জ দিয়ে আসা যেতে পারে। সে ক্ষেত্রে দুটো ট্রেনের সুবিধা নিতে পারেন — ১২০১৯ হাওড়া-রাঁচি শতাব্দী এক্সপ্রেস রবিবার ছাড়া রোজ সকাল ৬:০৫-এ হাওড়া থেকে ছেড়ে রানিগঞ্জ পৌঁছোয় ৮:০৬-এ। এ ছাড়া আছে ২২৩৮৭ হাওড়া-ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস হাওড়া থেকে ৬:১৫-এ ছেড়ে রানিগঞ্জ পৌঁছোয় ৯:২৪-এ।

বুকিংয়ের জন্য যোগাযোগ

ফোন অথবা হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে — 9903763296, 8276008189

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *