বাঁকুড়ায় নতুন ট্রেক রুটের সন্ধানে অভিযান চালালেন ১৬ জন অভিযাত্রী

ভ্রমণ অনলাইনডেস্ক: বাঁকুড়ার জঙ্গলে নতুন ট্রেক রুটের খোঁজে অভিযান চালালেন ১৬ জন অভিযাত্রী । গত ৫ নভেম্বর থেকে ওই অভিযাত্রীরা অভিযান শুরু করেন । মঙ্গলবার তাঁদের অভিযান শেষ হয়েছে ।

জঙ্গল, পাহাড়ের পথে দীর্ঘ এই অভিযানে অভিযাত্রীরা নয়া ট্রেকিং রুট খোঁজ করার পাশাপাশি ওই জঙ্গলে বিভিন্ন ধরনের বসবাসকারী প্রাণী ও উদ্ভিদের সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন । খতিয়ে দেখছেন ওই জঙ্গলে হোম স্টে-সহ অন্যান্য পর্যটন পরিকাঠামো তৈরির সম্ভাবনা ও স্থানীয় গ্রামের মানুষদের আর্থ সামাজিক পরিবেশ।

উত্তরবঙ্গের পাশাপাশি বাঁকুড়ার পাশের জেলা পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন জঙ্গল ও পাহাড়ি এলাকায় ট্রেক রুট রয়েছে। কিন্তু শুশুনিয়া ও বিহারীনাথে ট্রেকিংয়ের সুযোগ ছাড়া বাঁকুড়া জেলায় তেমন ‘অ্যাডভেঞ্চার ট্যুরিজমের’ সুযোগ নেই । ফলে প্রতি বছর শীতের মরসুমে রানিবাঁধ , মুকুটমণিপুর ও ঝিলিমিলি এলাকায় বেড়াতে যাওয়া প্রকৃতিপ্রেমী পর্যটকদের কিছুটা নিরাশ হতে হয় । এ বার পর্যটকদের সেই চাহিদা মেটানোর ব্যাপারে তৎপরতা শুরু হল।

সূত্রের খবর, প্রাথমিক ভাবে বারো মাইল জঙ্গলে সমীক্ষা করে মোটামুটি একটি প্রস্তাবিত রুট তৈরি করা হয়েছে । বন দফতরের অনুমতি নিয়ে বাঁকুড়ার একটি প্রকৃতিপ্রেমী সংগঠনের অভিযাত্রীরা সেই রুট ধরে তার সম্ভাবনা খতিয়ে দেখার কাজ শুরু করেন।

সেই উদ্যেশ্যেই গত ৫ নভেম্বর ১৬ জনের একটি প্রশিক্ষিত অভিযাত্রী দল তাঁবু ফেলেন রানিবাঁধ থানার বাঁশকানালি গ্রামের কাছে । প্রায় ৩৫ কিলোমিটার পাহাড়ি জঙ্গল পথে হেঁটে সোমবার দলটির পৌঁছোন সুতানে । অরূপ পাত্র কর্মকারের নেতৃত্বে এই অভিযানে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে আগামী দিনে এই ট্রেকিং রুটের সম্ভাবনা খতিয়ে দেখা হবে বলে অভিযাত্রী দলের তরফে জানানো হয়েছে ।

আরও পড়তে পারেন

১২ নভেম্বর থেকে দ্বিতীয় ঘুম উইন্টার ফেস্টিভ্যাল, এ বার রাতেও চলবে টয়ট্রেন

অপরূপ লুঙচক, যেখানে নিস্তব্ধতা তার নিজের সংজ্ঞা লেখে

শুধুমাত্র পর্যটকদের জন্য কলকাতার বিভিন্ন স্থানে ‘পিক-আপ’ আর ‘ড্রপ পয়েন্ট’ করার ভাবনা

যে দিকে চোখ যাবে শুধুই ময়ূর, মহারাষ্ট্রের এই গ্রাম যেন এক অপার বিস্ময়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *