ভ্রমণ অনলাইনডেস্ক: শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের মুকুটে এ বার নতুন পালক জুড়তে চলেছে। যদি সব পরিকল্পনা মাফিক চলে, তা হলে বছর শেষ হওয়ার আগেই বাংলার মানুষ চোখের সামনে আফ্রিকার রাজাকে ঘোরাফেরা করতে দেখতে পাবেন।
বাসে চড়েই সামনে থেকে দেখা যাবে সিংহ, জেব্রার দলকে। রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, বছর শেষ হওয়ার আগেই সিংহ সাফারি শুরু হয়ে যাবে বেঙ্গল সাফারি পার্কে। রাজ্যের প্রথম লায়ন সাফারিকে পূর্ণতা দিতে এখন জোর প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালে উত্তরবঙ্গের শিলিগুড়িতে বেঙ্গল সাফারি পার্কের সূচনা হয়। এখনও পর্যন্ত এই পার্কে মোট ১১টি বাঘ রয়েছে। বাঘ দেখার জন্য সাফারি করতে এখানে ভিড় করেন দেশি-বিদেশি পর্যটকরা। প্রায় ২০ হেক্টর এলাকা জুড়ে অবস্থিত এই সাফারি পার্কটি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে।
জানা গিয়েছে, রাজ্যের প্রথম লায়ন সাফারির মাস্টার প্ল্যান অনেক আগেই প্রকাশ করা হয়েছিল। তবে নভেম্বরের শেষ দিকে কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে এই সাফারির অনুমতির জন্য চিঠি দেওয়া হবে। যদিও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে পশ্চিমবঙ্গ চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে।
আরও পড়তে পারেন
বাঁকুড়ায় নতুন ট্রেক রুটের সন্ধানে অভিযান চালালেন ১৬ জন অভিযাত্রী
১২ নভেম্বর থেকে দ্বিতীয় ঘুম উইন্টার ফেস্টিভ্যাল, এ বার রাতেও চলবে টয়ট্রেন
অপরূপ লুঙচক, যেখানে নিস্তব্ধতা তার নিজের সংজ্ঞা লেখে
শুধুমাত্র পর্যটকদের জন্য কলকাতার বিভিন্ন স্থানে ‘পিক-আপ’ আর ‘ড্রপ পয়েন্ট’ করার ভাবনা