ভ্রমণ অনলাইনডেস্ক: শান্তিপুরের রাস উৎসবকে পশ্চিমবঙ্গের পর্যটন-মানচিত্রে তুলে আনার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নদিয়া জেলায় যে পর্যটকদের রাত্রিবাসের জন্য ভালো জায়গা নেই, নিজের পর্যবেক্ষণে সে কথাও জানিয়েছেন তিনি।
বুধবার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে দলীয় কর্মিসভা ছিল। সেই সভা সেরে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর বাড়ির রাস উৎসবে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানে পৌঁছে বিধায়ককে পাশে নিয়ে তিনি বলেন, ‘‘ইউনেস্কোর একটা ফোরাম বাংলাকে ট্যুরিজম ডেস্টিনেশন (পর্যটনের গন্তব্যস্থল) করেছে।’’
এর পর নদিয়ার জেলাশাসক শশাঙ্ক শেঠিকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, ‘‘তা-ই যদি হয়, তা হলে রাসমেলাকে পর্যটন-মানচিত্র তুলে আনতে হবে।’’ এর পর মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘‘ব্রজ আমার ভাইয়ের মতো। ওর বাড়ির ৫০০ বছরের প্রাচীন রাসের উৎসবে আসতে পেরে খুব ভালো লাগছে। নদিয়ায় থাকার কোনো ভাল জায়গা নেই। এ বার থেকে এখানে থাকব।”
রাস উৎসবে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক। মুখ্যমন্ত্রীর সামনে দৃশ্যতই আপ্লুত বিধায়ক বলেন, ‘‘গোস্বামীবাড়িতে দিদি এসেছেন। এতে আমরা সম্মানিত। শান্তিপুরের মানুষ হিসেবে আমরা তাঁকে ধন্যবাদ জানাই।”
আরও পড়তে পারেন
বেঙ্গল সাফারি পার্কে নতুন আকর্ষণ, বছর শেষের আগেই সিংহ সাফারি
বাঁকুড়ায় নতুন ট্রেক রুটের সন্ধানে অভিযান চালালেন ১৬ জন অভিযাত্রী
১২ নভেম্বর থেকে দ্বিতীয় ঘুম উইন্টার ফেস্টিভ্যাল, এ বার রাতেও চলবে টয়ট্রেন
অপরূপ লুঙচক, যেখানে নিস্তব্ধতা তার নিজের সংজ্ঞা লেখে
শুধুমাত্র পর্যটকদের জন্য কলকাতার বিভিন্ন স্থানে ‘পিক-আপ’ আর ‘ড্রপ পয়েন্ট’ করার ভাবনা